অনলাইন ডেস্ক :
ময়মনসিংহের ফুলপুর পৌরসভার বহুকাঙ্ক্ষিত ‘সাহেব রোড’ পুনঃসংস্কারসহ নতুন ড্রেন নির্মাণ কাজের শুভ উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (১০ অক্টোবর) উহা উদ্বোধন করা হয়।
ঢাকা- হালুয়াঘাট আঞ্চলিক মহাসড়ক থেকে ফুলপুর মহিলা ডিগ্রি কলেজ পর্যন্ত এই রোডটি দীর্ঘদিন ধরে অবহেলিত ছিল। একটুখানি বৃষ্টি হলেই এতে জলাবদ্ধতা সৃষ্টি হতো। রোডটির দূরাবস্থা নিরসনের দাবি জানিয়ে বাংলাদেশ প্রতিদিনসহ বিভিন্ন গণমাধ্যমে এর আগে নিউজ করা হয়েছিল। মনে হচ্ছে সেই প্রেক্ষিতে অবহেলিত এ সড়কটি এবার সংস্কার করা হচ্ছে। এতে খুশি এলাকাবাসী।
এ কাজের শুভ উদ্বোধন করেন ফুলপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সাদিয়া ইসলাম সীমা।
এ সময় সহকারি কমিশনার (ভূমি) তাসনীম জাহান, পৌরসভার সাবেক মেয়র আমিনুল হক, ফুলপুর পৌরসভার প্রকৌশলী মাহমুদুল ইসলাম জুয়েল প্রমুখ উপস্থিত ছিলেন।