মো. আব্দুল মান্নান :
ময়মনসিংহের ফুলপুরে কাতুলী এমদাদীয়া ফাযিল (ডিগ্রি) মাদরাসা সংলগ্ন রাস্তা উন্নয়ন কাজের শুভ উদ্বোধন করা হয়েছে। আজ রবিবার (২৭ এপ্রিল) দুপুরে রাস্তাটিতে ইটের সোলিং বিছিয়ে কাজের উদ্বোধন করা হয়। উদ্বোধন করেন উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার ও রূপসী ইউনিয়ন প্রশাসক কামরুল হাসান কামু। এসময় কাতুলী এমদাদীয়া ফাযিল ডিগ্রি মাদরাসার অধ্যক্ষ মাওলানা হাবিবুর রহমান, শিক্ষকমন্ডলী, কমিটির সদস্যবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
জানা যায়, একটুখানি বৃষ্টি হলেই ওই রাস্তায় কাদা হতো। শিক্ষার্থী ও এলাকাবাসীরা যাতায়াতে মারাত্মক কষ্ট পেতো। রাস্তাটি সলিং হওয়ায় সহজ হবে চলাচল। এতে খুশি এলাকাবাসী।