মো. আব্দুল মান্নান :
বহুল পরিচিত আস্-সুন্নাহ ফাউন্ডেশন ময়মনসিংহের ফুলপুরে ত্রাণ বিতরণ করেছে। রবিবার (১৩ অক্টোবর) সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কয়েকটি গ্রুপে বিভক্ত হয়ে উপজেলার ছনধরা, সিংহেশ্বর ও বিভিন্ন জায়গায় সম্প্রতি টানা বর্ষণে ও পাহাড়ি ঢলে সৃষ্ট বন্যায় ক্ষতিগ্রস্ত অসহায় পরিবারের মাঝে তারা ত্রাণ বিতরণ করেন।
ত্রাণ বিতরণে তাদেরকে সার্বিকভাবে সহযোগিতা করেন ফুলপুর উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মোঃ রাজিন সালেক ইভান, ময়মনসিংহ উত্তর জেলা সাংস্কৃতিক সংগঠনের সাবেক যুগ্ম আহ্বায়ক ইঞ্জিনিয়ার সফিউল্লাহ সুমন, আতিকুল ইসলাম মোঃ রানা মিয়া প্রমুখ।