মো. আব্দুল মান্নান :
চাকরি প্রত্যাশী পরিষদের ব্যানারে ময়মনসিংহের ফুলপুরে ইসলামী ব্যাংক গ্রাহকদের মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। ৬ অক্টোবর তারা এ কর্মসূচি পালন করেন
ইসলামী ব্যাংক ফুলপুর শাখার সামনে সোমবার (৬ অক্টোবর) ইসলামী ব্যাংক গ্রাহক ফোরাম ও বৈষম্য বিরোধী চাকুরী প্রত্যাশী পরিষদের ব্যানারে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তারা এস আলম গ্রুপ কর্তৃক ইসলামী ব্যাংক দখলের মাধ্যমে লুট হওয়া অর্থ ফেরত ও অবৈধ নিয়োগ বাতিলের দাবি জানানো হয়।
এতে বক্তব্য রাখেন, ইসলামী ব্যাংক গ্রাহক ফোরামের সভাপতি মোশাররফ হোসেন, বৈষম্য বিরোধী চাকরি প্রত্যাশী পরিষদের শুয়াইব সম্রাট প্রমুখ। বক্তারা হুশিয়ারি ঘোষণা করে বলেন যে, অবিলম্বে দাবি না মানলে আরও বৃহত্তর কর্মসূচি ঘোষণা করা হবে।