মো. আব্দুল মান্নান
মায়ের উপর সন্তানের ভরসা ও ভালবাসা সবারই রয়েছে। তবে ছবির এ মেয়েটি যেন ব্যতিক্রম। মায়ের উপর সন্তানের ভরসার এ এক বিরল দৃষ্টান্ত। মাকে নিয়ে সে যে বক্তব্য দিয়েছে বা মায়ের প্রতি ভরসার যে নজির সে স্থাপন করেছে তা অনেকের পক্ষেই সম্ভব নয়। ভেতরে সে ভালবাসা বা ভরসা থাকলেও মুখে প্রকাশ করতে পারে না অনেকেই কিন্তু ছবির এ মিষ্টি মেয়েটি তা পেরেছে; যা বিরল।

আনুমানিক ৯ সেকেন্ডের একটি ভিডিওতে দেখা যায়, কোন এক জায়গায় আগুনে সবকিছু পুড়ে গেছে। তবে আল্লাহ তায়ালার অশেষ রহমতে একজন মহিলা রক্ষা পেয়েছেন। ওই মহিলার মেধাবী ও মা ভক্ত কন্যা সাংবাদিকের প্রশ্নের জবাবে বললো, ‘সবকিছু পুইড়া যাগগা, আমার মা তো আছে! আমার মা বেঁচে আছে এইডাই বেশি। আর কিছু লাগবো না। আমার মা যে বেঁচে আছে এইডাই বেশি।’