মো. আব্দুল মান্নান :
সাবেক প্রেসিডেন্ট আব্দুল হামিদের ক্লাসমেট সাবেক এমপি ভাষা সৈনিক মরহুম এম শামসুল হকের সহচর আলহাজ্ব আবু আলী ফকির (৮৬)-এর জানাজা সম্পন্ন হয়েছে। আজ সোমবার (৩ নভেম্বর) সকাল ১১টা ৮ মিনিটের সময় উনার জন্মস্থান ময়মনসিংহের ফুলপুরের ইমাদপুর ফকির বাড়ি সংলগ্ন পয়ারী রোডে বাবুল মিয়ার রাইস মিলে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হয়।
জানাজায় ইমামতি করেন উনার ছোট ছেলে ময়মনসিংহ কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. ফকির আজমল হুদা মিঠু। এসময় উনার বড় ছেলে ফকির সাইফুদ্দিন আহমেদ টিটু, মরহুমের ছোট ভাই বিআরডিবির সাবেক ডাইরেক্টর আলহাজ্ব আবুল মনসুর ফকির, উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব সিদ্দিকুর রহমান, বীর মুক্তিযোদ্ধা আব্দুল বাতেন সরকার, পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক রকিবুল হাসান সোহেল, আমুয়াকান্দা বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি সাবেক কমিশনার শরীফুল ইসলাম শরীফ, সাংবাদিক মো. আব্দুল মান্নান প্রমুখ উপস্থিত ছিলেন। জানাজাশেষে তাকে তাদের পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
জানা যায়, আবু আলী ফকির রবিবার হৃদরোগে আক্রান্ত হন। পরে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নিয়ে যাওয়ার পথে তিনি ত্রিশালে ইন্তেকাল করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিঊন। আবু আলী ফকিরের মৃত্যুর সময় তিনি স্ত্রী, ২ ছেলে ও ২ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। আল্লাহ তায়ালা উনাকে জান্নাতে আলা মাক্বাম দান করুক।