মো. আব্দুল মান্নান :
ময়মনসিংহের ত্রিশালে অবস্থিত জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে মোটিভেশনাল স্পীচ দিলেন মালয়েশিয়ার সানওয়ে বিশ্ববিদ্যালয়ের ডিসটিংগুইশড রিসার্চ প্রফেসর বিশ্বসেরা বিজ্ঞানী ড. সাইদুর রহমান। সোমবার (২৮ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের শিক্ষার্থীদের মাঝে প্রেরণামূলক ওই বক্তব্য দেন তিনি।

জানা যায়, সম্প্রতি টানা বর্ষণে ও ভারত থেকে নেমে আসা পাহাড়ি ঢলে সৃষ্ট বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়াতে দেশে ছুটে আসেন এই বিজ্ঞানী। এসে নৌকায় চড়ে ফুলপুর উপজেলায় উনার নিজ গ্রামের পার্শ্ববর্তী ছনধরা ইউনিয়নের ভাটপাড়া, তারাকান্দা ও আশপাশ এলাকায় ত্রাণ বিতরণ করেন তিনি।

এরপর উনার নিজ গ্রামের মানুষের মাঝে বিভিন্ন ধরনের সহায়তা প্রদান করেন। কবরস্থানের বাউন্ডারি নির্মাণেও উনার সহযোগিতা ছিল উল্লেখযোগ্য।
বর্তমানে উনার ছুটির শেষ দিকে এসে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের চেয়ারম্যান ড. আব্দুল মোমেনের আমন্ত্রণে এ মোটিভেশনাল স্পীচ দান করেন তিনি। তার স্বল্প সময়ের বক্তৃতা ছাত্ররা উপভোগ করেন। মোটিভেশনাল স্পীচ শেষে তিনি ওই বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. মোঃ জাহাঙ্গীর আলমের সাথেও দেখা করেন ও শুভেচ্ছা বিনিময় করেন। ভিসি তার ভূয়সী প্রশংসা করেন।