• মঙ্গলবার, ২৭ জানুয়ারী ২০২৬, ০৯:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম
ময়মনসিংহ-২ আসনে কারাগারে আটক পিতার পক্ষে নির্বাচনি প্রচারণায় নেমেছেন কন্যা কাশফী ময়মনসিংহ-২ আসনে হাতপাখার পক্ষে পথসভায় বক্তব্য রাখেন পীর সাহেব চরমোনাই ময়মনসিংহ-২ আসনে ১০ দলীয় ঐক্য জোট প্রার্থী মুফতী মুহাম্মাদুল্লাহর রিকশা প্রতীকের পক্ষে বিশাল মিছিল ময়মনসিংহ-২ আসনে ১০ দলীয় ঐক্য জোট রিকশা প্রতীকের প্রার্থীর পক্ষে তারাকান্দায় বিশাল মিছিল ফুলপুরে হাফেজ নাজমুল ইসলাম আর নেই আগে যেভাবে নির্বাচন করতেন সে কথা ভুলে যান– জেলা প্রশাসক, ময়মনসিংহ ময়মনসিংহ-২ আসনে বিএনপির পক্ষে ভোট চাইলেন জমিয়তের জেলা ও উপজেলা নেতৃবৃন্দ ফুলপুরে নির্বাচনকে সামনে রেখে বিশেষ অভিযান, জরিমানা আদায় সংবাদ সম্মেলনের মাধ্যমে প্রচার কার্যক্রম শুরু করলেন হাতপাখার প্রার্থী মুফতী গোলাম মাওলা ভূঁইয়া ফুলপুর উপজেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত আহ্বায়কের দায়িত্ব পেলেন রুবেল মিয়া

ফুলপুরে রংসাইডে ঢুকে প্রাইভেট কারকে ধাক্কা, যাত্রীরা প্রাণে রক্ষা, ট্রাফিক পুলিশ নিয়োগের দাবি

Reporter Name / ৩১ Time View
Update : মঙ্গলবার, ২০ জানুয়ারি, ২০২৬

মোঃ আব্দুল মান্নান :
ময়মনসিংহের ফুলপুরে রংসাইডে ঢুকে একটি প্রাইভেট কারকে ধাক্কা দেওয়ায় দুর্ঘটনা ঘটেছে। আজ মঙ্গলবার (২০ জানুয়ারি) সকাল সাড়ে ৭টার দিকে গোল চত্বর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
জানা যায়, শেরপুর থেকে আসা একটি প্রাইভেট কার (ঢাকা মেট্রো- গ ২৪-২৩১১) ফুলপুর গোল চত্বরে এসে পৌঁছলে হালুয়াঘাট থেকে আনুমানিক ৬টা ৫৫-তে ছেড়ে আসা ঢাকাগামী দুটি বাস একই সাথে পাল্লা দিয়ে আগে যাওয়ার জন্য ফুলপুর গোল চত্বরে এসে একটি সঠিক রাস্তা দিয়ে চলে যায় আর অন্যটি অর্থাৎ ইমাম পরিবহনের নতুন কালার করা একটি বাস (০০৬৪) রংসাইডে গিয়ে শেরপুর থেকে আসা প্রাইভেট কারটিকে ধাক্কা দেয়।

এতে প্রাইভেট কারের যাত্রীরা গুরুতর আহত না হলেও গাড়িটি দুমড়ে মুচড়ে যায়।
এ বিষয়ে প্রাইভেট কারের চালক আইনুদ্দীন জানান, আমি আমার সাইড নিয়ে আসছিলাম। এসময় হালুয়াঘাট থেকে আসা দুটি বাস পাল্লা দিয়ে যাচ্ছিল। ওরা একজন আরেকজনের আগে যাওয়ার জন্য রংসাইডে ঢুকিয়ে দেয় এবং হঠাৎ এসে আমার গাড়িতে ধাক্কা দেয়। এসময় আমার গাড়িতে শিশুসহ ৪জন যাত্রী ছিলেন। আল্লাহ রক্ষা করেছেন; শোকরিয়া। তারা কেউ গুরুতর আহত হননি। তবে আমার গাড়ি ভেঙে গেছে। বাসটিকে আটক করা যায়নি। তবে শোনা গেছে, বাসটি ফাঁড়ি রাস্তা দিয়ে ঢুকে গোয়াতলার রাস্তায় গাড়ি (০০৬৪) রেখে চালক পালিয়েছে।
এ ঘটনার কিছুক্ষণ পর ফুলপুর থানা পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন। গোল চত্বরে সৈয়দ মার্কেটে হোটেল ব্যবসায়ী আব্দুর রশিদ বলেন, এখানে আমার হোটেল। আমি সবসময় এখানে থাকি। প্রায়ই দেখা যায়, শেরপুর থেকে ছেড়ে আসা, হালুয়াঘাট থেকে ছেড়ে আসা গাড়িগুলো এখানে এসে তর সয় না। আগে যাওয়ার জন্য রংসাইডে ঢুকিয়ে দেয়। ফলে মাঝে মাঝেই এরকম দুর্ঘটনা ঘটে। এছাড়া দুপুর বা বিকালের দিকে প্রায়ই এখানে যানজটের সৃষ্টি হয়। সাধারণ জনগণের গাড়ি তো বটেই পুলিশের গাড়ি, এ্যাম্বুলেন্স বা প্রশাসনের গুরুত্বপূর্ণ গাড়ি এখানে আটকে থাকতে দেখা যায়। এ ব্যাপারে স্থানীয়রা বলছেন, এটি বহু গুরুত্বপূর্ণ একটি স্পট। এদিক দিয়ে শেরপুর জেলার ও হালুয়াঘাট-ধোবাউড়ার যাত্রীবাহী গাড়ি, কয়লার ট্রাকসহ হাজারো গাড়ি চলাচল করে থাকে। জনবহুল এ জায়গাটিতে ট্রাফিক পুলিশ না থাকায় এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি ঘটছে। ট্রাফিক পুলিশ থাকলে হয়তো এ ধরনের ঘটনা ঘটতো না। এজন্য জরুরি ভিত্তিতে এখানে ট্রাফিক পুলিশ নিয়োগসহ প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করা হয়।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা