অনলাইন ডেস্ক :
ময়মনসিংহের ত্রিশাল উপজেলার ৮নং সাখুয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব আ ন ম ওয়াহিদ ফকির বা আবু নছর মোহাম্মদ ওয়াহিদ ফকির (১১২) আর নেই। বার্ধক্যজনিত কারণে তিনি মঙ্গলবার দিবাগত রাত পৌনে ৪টার দিকে অর্থাৎ আজ বুধবার (৮ অক্টোবর ২০২৫) ভোর রাতে তার নিজ বাড়িতে ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
আল্লাহ তায়ালা উনাকে জান্নাতুল ফিরদাউস নসীব করুক।
মরহুমের নামাজে জানাজা আজ বুধবার বাদ আছর সাখুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হবে। পরিবারের পক্ষ থেকে সবাইকে জানাজায় অংশ গ্রহণ করে উনার রূহের মাগফিরাত কামনা করার জন্য সকলের প্রতি আহ্বান জানানো হয়েছে।
মরহুম আ ন ম ওয়াহিদ ফকির ফুলপুর পৌর বিএনপির নেতা রাকিবুল হাসান সোহেলের নানা হন। সোহেল নিজেই এ তথ্য নিশ্চিত করেন। আল্লাহ তায়ালা উনাকে জান্নাতে আলা মাক্বাম দান করুক।