অনলাইন ডেস্ক :
ময়মনসিংহ জেলা প্রশাসক মোঃ সাইফুর রহমান বলেছেন- আগে যেভাবে নির্বাচন করতেন সে কথা ভুলে যান, কোন অনিয়ম করা যাবে না।
আজ শনিবার (২৪ জানুয়ারি) সকালে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬ উপলক্ষে ফুলপুর মহিলা ডিগ্রি কলেজে ভোটগ্রহণ কর্মকর্তাগণের প্রশিক্ষণ কর্মশালায় তিনি একথা বলেন।

এরপর আইন শৃঙ্খলা বাহিনীর এক যৌথ মহড়া পরিদর্শন করেন তিনি। এসময় গণভোটের পক্ষে সর্বসাধারণের সাথে প্রচারণা চালান। যৌথ মহড়ায় এসময় আরও উপস্থিত ছিলেন, পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান, সিনিয়র জেলা নির্বাচন অফিসার মোঃ তাজুল ইসলাম, ফুলপুর উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার সাদিয়া ইসলাম সীমা, সহকারী কমিশনার (ভূমি) শফিকুল ইসলাম, বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, সেনাবাহিনী, র্যাব, আনসার প্রমুখ।