মো. আব্দুল মান্নান :
৬ দফা দাবিতে ময়মনসিংহ মহানগর শাখার উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ রবিবার (২৫ অক্টোবর) দুপুরে ওই কর্মসূচি পালিত হয়।
জুলাই সনদ বাস্তবায়ন, নভেম্বরের মধ্যে গণভোট ও প্রাথমিকে ধর্মীয় শিক্ষক নিয়োগসহ ৬ দফা এবং ইসকন নিষিদ্ধের দাবিতে খেলাফত মজলিসসহ সমমনা ইসলামি দলসমূহের কেন্দ্র ঘোষিত কর্মসূচি পালন উপলক্ষে নগরীর টাউন হল মোড় থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে মিছিলটি। নতুন বাজার মোড়ে অনুষ্ঠিত সমাবেশে খেলাফত মজলিস ময়মনসিংহ মহানগরী শাখার সভাপতি ও ময়মনসিংহ সদর ৪ সংসদীয় আসনের খেলাফত মজলিসের মনোনীত এম পি প্রার্থী অধ্যাপক আবদুল করিমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মুফতী জোবায়ের আহমেদের উপস্থাপনায় বক্তব্য রাখেন, মাওলানা মশিউর রহমান, ময়মনসিংহ ২ ফুলপুর -তারাকান্দা সংসদীয় আসনের খেলাফত মজলিস মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী হাফেজ মাওলানা শেখ মতিউর রহমান, মাওলানা মাহফুজুর রহমান অপু, মাওলানা নাজমুস সাকিব, মুফতি মাজহারুল ইসলাম, মাওলানা আতাউর রহমান, মাওলানা এহসানুল হক ও মহানগরীর নেতৃবৃন্দ।