মো. আব্দুল মান্নান :
বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামাদল তারাকান্দা উপজেলা শাখা, ময়মনসিংহ -এর আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে এবং ৯ অক্টোবর কমিটিকে অনুমোদন প্রদান করা হয়। হাফেজ মাওলানা নোমান আহাম্মদকে আহ্বায়ক ও ক্বারী শফিকুল ইসলামকে সদস্য সচিব করে ১৪৬ সদস্য বিশিষ্ট এ কমিটির অনুমোদন দেওয়া হয়। ময়মনসিংহ উত্তর জেলা ওলামাদলের আহ্বায়ক মাওলানা মাহবুবুর রহমান ও সদস্য সচিব এইচ এম শামীম হোসাইন এ কমিটির অনুমোদন প্রদান করেন। কমিটির যুগ্ম আহ্বায়করা হলেন- সিনিয়র যুগ্ম আহ্বায়ক এইচ এম শামীম হোসাইন, যুগ্ম আহ্বায়ক ক্বারী মোঃ আল মাসুদ আকন্দ, ক্বারী মোঃ আতিকুল ইসলাম, মাওলানা রাকিবুল হাসান নোমান, ক্বারী মোঃ শহিদুল ইসলাম, মাওলানা মোঃ সেকান্দর আলী, মাওলানা মোঃ মোফাজ্জল হোসেন, মাওলানা মোঃ মইজ উদ্দিন, মাওলানা মোঃ সাইদুল ইসলাম, হাফেজ মোঃ আব্দুল মালেক, মাওলানা মোঃ কছিম উদ্দিন, হাফেজ মোঃ জাহিদুল ইসলাম, হাফেজ মাওলানা খালেদ সাইফুল্লাহ, মাওলানা সৈয়দ আতাউর রহমান, হাফেজ মোঃ মাসুম বিল্লাহ, মাওলানা আব্দুল মালেক, হাফেজ মোঃ এখলাছ উদ্দিন, মাওলানা মোখলেছুর রহমান, মাওলানা রিয়াজ উদ্দিন, মাওলানা আব্দুল্লাহ আল মামুন, মোঃ শামীম মিয়া (মুন্সী), ক্বারী মোঃ মামুন মিয়া, হাফেজ মোঃ ইন্নছ আলী, ক্বারী মোঃ আব্দুল আউয়াল, হাফেজ মোঃ শফিকুল ইসলাম, মোঃ আজিজুল হক মাস্টার, মোঃ খোরশেদ আলী, মাওলানা মোতাসিম বিল্লাহ, মাওলানা আজিজুল হক, মাওলানা মোঃ মোবারক হোসেন, ক্বারী আব্দুল হামিদ ও মাওলানা আহাম্মদ উল্লাহ।
সামাজিক যোগাযোগমাধ্যমে এ খবর ছড়িয়ে পড়লে বিভিন্ন মহলের পক্ষ থেকে নবগঠিত কমিটির নেতৃবৃন্দকে ফুলেল শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন জানানো হচ্ছে।
এদিকে, কমিটির অনুমোদন পাওয়ায় ময়মনসিংহ উত্তর জেলা ওলামাদলের আহ্বায়ক মাওলানা মাহবুবুর রহমান ও সদস্য সচিব এইচ এম শামীম হোসাইনের প্রতি তারা কৃতজ্ঞতা প্রকাশ করেন।
একইসাথে নবগঠিত কমিটির সকল নেতৃবৃন্দ তাদের প্রিয় নেতা ময়মনসিংহ উত্তর জেলা বিএনপি’র একমাত্র যুগ্ম আহ্বায়ক মোতাহার হোসেন তালুকদারের প্রতিও কৃতজ্ঞতাসহ তাকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানান। নবগঠিত তারাকান্দা ওলামাদলের আহ্বায়ক হাফেজ মাওলানা নোমান আহাম্মদ তাদের উপর অর্পিত দায়িত্ব যাতে সঠিকভাবে পালন করতে পারেন এ ব্যাপারে তিনি সকলের সার্বিক সহযোগিতা কামনা করেন।