মো. আব্দুল মান্নান :
ময়মনসিংহের ফুলপুর উপজেলার ৭নং রহিমগঞ্জ ইউনিয়নে অবস্থিত জামিয়া আরাবিয়া এমদাদুল উলূম বাশুয়া, কবিরপুর মাদরাসায় ‘ইকরা নূরানী তালীমুল কুরআন বোর্ড, বাংলাদেশ’ কর্তৃক পরিচালিত ৪৫ দিনব্যাপী আরবী মুয়াল্লিম প্রশিক্ষণ চলতি ২০২৫ সনের ১০ অক্টোবর (শুক্রবার) শুরু হচ্ছে।
এতে জনপ্রতি ভর্তি ফি নেওয়া হবে ৭ হাজার ৫৫০ টাকা। আগ্রহীদেরকে প্রয়োজনীয় বিছানাপত্রসহ নির্ধারিত তারিখের মধ্যে প্রশিক্ষণ কেন্দ্রে উপস্থিত হতে হবে। ভর্তির সময় ২ কপি পাস পোর্ট সাইজের ছবি লাগবে। জাতীয় পরিচয়পত্র বা জন্ম সনদের ফটোকপি আনতে হবে। আরবী প্রশিক্ষণে অংশ নিতে চাইলে বিশুদ্ধ তেলাওয়াত লাগবে। আরবী প্রশিক্ষণে বাংলা, ইংরেজি ও গণিত বিষয়েও ধারণা দেওয়া হবে। প্রশিক্ষণ চলাকালীন কোন প্রকার ছুটির আবেদন মঞ্জুর করা হবে না। প্রশিক্ষণের পর সমাপনী পরীক্ষায় উত্তীর্ণ হলে সনদপত্র দেওয়া হবে ও দেশব্যাপী খেদমতের ব্যবস্থা থাকবে। থাকা খাওয়ার জন্য আলাদা কোন ফি দিতে হবে না।

প্রশিক্ষণ প্রদান করবেন- ইকরা নূরানী বোর্ডের প্রতিষ্ঠাতা সদস্য ও সিনিয়র প্রশিক্ষক মাওলানা রাশেদুল ইসলাম নূরানী। ইকরা নূরানী তালীমুল কুরআন বোর্ড, বাংলাদেশ-এর চেয়ারম্যান মাওলানা হারুনুর রশিদ ও মহাসচিব হাফেজ মো. আশরাফুল ইসলাম এ কোর্সে অংশগ্রহণকারীদেরকে আন্তরিক ধন্যবাদ জানিয়েছেন। কোর্সটি পরিচালনার ক্ষেত্রে সার্বিক সহযোগিতায় রয়েছেন জামিয়া আরাবিয়া এমদাদুল উলূম বাশুয়া কবিরপুর মাদরাসার মুহতামিম মাওলানা মুফতী এনামুল হাসান দামাত বারাকাতুহুম। তিনি সবাইকে নির্দ্বিধায় এ কোর্সে ভর্তি হওয়ার জন্য আহ্বান জানিয়েছেন।