মো. আব্দুল মান্নান :
ময়মনসিংহের ফুলপুরে ‘সীরাতুন্নবী সল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম’ অনুষ্ঠান ১৩ সেপ্টেম্বর (শনিবার) বিকাল ৩টায় উপজেলা পরিষদ মিলনায়তনে শুরু হবে। আজ বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) আর রাইয়্যান জামে মসজিদে বাংলাদেশ জাতীয় ইমাম সমিতি ফুলপুর শাখার উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে এ সিদ্ধান্ত গৃহীত হয়। এ উপলক্ষে দায়িত্ব বন্টন ও আনুষাঙ্গিক বিভিন্ন আলোচনা হয়। জুমাপূর্ব বয়ানে উপস্থিত মুসল্লীদের নিকট সীরাত অনুষ্ঠানের দাওয়াতটা পৌঁছানোর জন্য খতীব সাহেবদেরকে অনুরোধ জানানো হয়। এছাড়া বাদ জুমা থেকে রাত ১০টা পর্যন্ত মাইকিং হবে। এর জিম্মাদারি দেওয়া হয়েছে গোদারিয়া মাদরাসার উস্তাদ মুফতী আমির উদ্দিনকে। অনুষ্ঠান বিকাল ৩টা থেকেই শুরু হয়ে যাবে। চলবে ইশার পরও। এতে প্রধান আলোচক হিসেবে উপস্থিত থাকতে সদয় সম্মতি জ্ঞাপন করেছেন ময়মনসিংহ রাহাতুল জান্নাত মহিলা মাদরাসার মুহতামিম পীরে কামিল আলহাজ্ব হযরত মাওলানা মো. আবুল কালাম আজাদ দামাত বারাকাতুহুম।
সভাপতিত্ব করবেন বাংলাদেশ জাতীয় ইমাম সমিতি ফুলপুর উপজেলা শাখার সভাপতি হাফেজ মাওলানা মহিউদ্দীন। সমিতির উপজেলা কমিটির সহসাংগঠনিক সম্পাদক হাফেজ মাওলানা মাহমুদুর রহমান মানিক, পৌর কমিটির নেতা মুফতী আমির উদ্দিন ও উপজেলা কমিটির সহসভাপতি উপজেলা জামে মসজিদের ইমাম হাফেজ মাওলানা আতাউল্লাহর সঞ্চালনায় এতে বয়ান করবেন, ফুলপুর আদর্শ মাদরাসার মহাপরিচালক জমিয়তে উলামায়ে ইসলামের ফুলপুর শাখার সভাপতি মাওলানা আবু রায়হান মক্কী, বাংলাদেশ খেলাফত মজলিসের ফুলপুর উপজেলা কমিটির সভাপতি জামিয়া গিয়াছ উদ্দিন (রহ.)-এর মুহতামিম মুফতী আজীমুদ্দীন শাহ জামালী ও ফুলপুর কাজিয়াকান্দা কামিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা জয়নুল আবেদীন। এছাড়া সমিতির সদস্যদের মধ্যে মুফতী আমির উদ্দিন, হাফেজ মাওলানা শরীফুল ইসলাম, মাওলানা আমিনুল ইসলাম, মুফতী নজরুল ইসলাম, মাওলানা মো. আব্দুল মান্নান প্রমুখ সংক্ষিপ্ত বয়ান করবেন।
মেহমানদের আপ্যায়নের জন্য জিম্মাদার হিসেবে দায়িত্ব পালন করবেন ফুলপুর পৌর কমিটির সভাপতি মুফতী আব্দুল্লাহ আল মাসুক ও সাধারণ সম্পাদক মাওলানা জুবায়ের আহমাদ। মাহফিলে যিকিরের সাথে দলে দলে যোগদান করার জন্য এন্তেজামিয়া কমিটির পক্ষ থেকে সকলকে আহ্বান জানানো হয়েছে।