• বুধবার, ১২ নভেম্বর ২০২৫, ০৪:৩৯ অপরাহ্ন
শিরোনাম
বালিয়া মাদরাসার সহকারী মুহতামিম মাওলানা মোখলেছুর রহমান মন্ডলের ছেলে বিসিএস শিক্ষা ক্যাডারে সুপারিশপ্রাপ্ত আলেমরা এক হলে দেশ চালাবেন তারা — মাওলানা হাফীজুর রহমান সিদ্দিক, কুয়াকাটা ফুলপুরে ২ অপহৃতকে উদ্ধার ও ৩ অপহরণকারী আটক শেরপুরে ‘গ্রাম পুলিশের দায়িত্ব ও কর্তব্য’ শীর্ষক প্রশিক্ষণ কোর্স উদ্বোধন পাগড়ি পেল খান মেমোরিয়াল এতিমখানা ও হাফিজিয়া মাদরাসার ক্ষুদে ৫ হাফেজ ঈশ্বরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দালালদের বিরুদ্ধে অভিযান, ৩ জনকে অর্থদণ্ড ময়মনসিংহের নতুন ডিসি সাইফুর রহমান, বিভিন্ন মহলের পক্ষ থেকে অভিনন্দন অবহেলিত ঈশ্বরগঞ্জে উন্নয়নের ছোঁয়া আনব: বিএনপি মনোনীত প্রার্থী মাজেদ বাবু ফুলপুরে কাঁকড়া মসজিদ-মাদরাসা, গুচ্ছ গ্রাম ও ভোট কেন্দ্রের রাস্তায় মাটি ভরাটের দাবি সুজনকে ময়মনসিংহ-২ আসনে এমপি প্রার্থী ঘোষণা করেছে জামায়াত

ময়মনসিংহ-২ আসনে বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থী মুফতী মুহাম্মাদুল্লাহ চূড়ান্ত

Reporter Name / ২৭৭ Time View
Update : রবিবার, ১৭ আগস্ট, ২০২৫

মো. আব্দুল মান্নান :
বাংলাদেশ খেলাফত মজলিস ঢাকা মহানগর দক্ষিণ শাখার সহসভাপতি, শায়খুল হাদীস পরিষদের সিনিয়র সহসভাপতি ও আল আকসা হজ্ব গ্রুপের চেয়ারম্যান মুফতী মুহাম্মাদুল্লাহ  ময়মনসিংহ-২ (ফুলপুর-তারাকান্দা) আসন থেকে এমপি পদে নির্বাচন করার জন্য বাংলাদেশ খেলাফত মজলিসের পক্ষ থেকে চূড়ান্ত প্রার্থী নির্বাচিত হয়েছেন। আজ রবিবার (১৭ আগস্ট) দলীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে কেন্দ্রীয় নেতৃবৃন্দ এ ঘোষণা দেন। তাকে প্রার্থী ঘোষণার সময় দলের মহাসচিব, জেলা সভাপতি, নান্দাইল উপজেলা শাখার সভাপতি ও সাধারণ সম্পাদকসহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। মুফতী মুহাম্মাদুল্লাহ ফুলপুর উপজেলার রহিমগঞ্জ ইউনিয়নের বাশুয়া কবিরপুর গ্রামের মাওলানা আব্দুল কুদ্দুসের পুত্র। তিনি ময়মনসিংহ আকুয়া মোড়ল বাড়ি মাদরাসা থেকে হিফজ সম্পন্ন করে জামিয়া রাহমানিয়া আরাবিয়া থেকে তাকমিল বা দাওরা হাদীস পাস করেন। এরপর দারুল উলূম হায়দরাবাদ, ভারত থেকে তিনি ইফতা পাস করে মুফতী হন। এছাড়া দাখিল আলিম ময়মনসিংহ কৃষ্টপুর আলিয়া মাদরাসা থেকে ও দারুল ইহসান ইউনিভার্সিটি থেকে অনার্স ও মাস্টার্স  পাস করেন।

জানা যায়, মুফতী মুহাম্মাদুল্লাহ দীর্ঘদিন ধরে ইসলামী আন্দোলন ও সামাজিক বিভিন্ন সেবামূলক কর্মকাণ্ডের সাথে সম্পৃক্ত।  এলাকায় শিক্ষা বিস্তারে, দাওয়াতি কার্যক্রমে ও জনসেবামূলক নানা ভূমিকা রেখে আসছেন। প্রার্থী ঘোষণার পর এক অভিব্যক্তিতে তিনি বলেন, ‘দল আমার প্রতি যে আস্থা রেখেছে  আমি এ সম্মান অক্ষুণ্ণ রাখার চেষ্টা করবো। ফুলপুরের জনগণের আস্থা ও দোয়া নিয়ে আমি ইনশাআল্লাহ এগিয়ে যাবো। দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষা, ইসলামী শিক্ষা বিস্তার, ন্যায়ভিত্তিক সমাজ গঠন ও জনসেবামূলক উন্নয়নই আমার মূল লক্ষ্য।’

এসময় স্থানীয় নেতারা জানান, ফুলপুর তারাকান্দাবাসী দীর্ঘদিন ধরে একজন সৎ, যোগ্য ও আলেম প্রার্থী প্রত্যাশা করে আসছিলেন। তাদের সে আশার প্রতিফলন ঘটেছে বলে তারা মনে করেন। মাওলানা মুশাররফ হোসেন নামে একজন বলেন, মুফতী মুহাম্মাদুল্লাহকে প্রার্থী ঘোষণা করায় তারা এখন আশাবাদী। তারা মনে করেন, আসন্ন নির্বাচনে এতে একটি ইতিবাচক পরিবর্তন আসবে। সামাজিক যোগাযোগমাধ্যমে এ সংবাদ ছড়িয়ে পড়লে বাংলাদেশ খেলাফত মজলিস, যুব মজলিস ও ফুলপুর ও তারাকান্দার বিভিন্ন মহলের পক্ষ থেকে তাকে ফুলেল শুভেচ্ছা, আন্তরিক অভিনন্দন জানান।

এক প্রশ্নের উত্তরে মুফতী মুহাম্মাদুল্লাহ বলেন, ফুলপুর ও তারাকান্দার মানুষ যদি আমার প্রতি আস্থা রাখেন, ভোট দেন তাহলে- গ‍্যাস সার্ভিস চালু, স্বল্প মুল‍্যে বিদ‍্যুৎ সার্ভিস চালু, সহজেই ইন্টারনেট সার্ভিস চালু, দ্রব‍্য মুল‍্য সকলের ক্রয় ক্ষমতার মধ‍্যে নিয়ে আসা, সুদমুক্ত ইসলামী কর্জে হাসানা চালু, সকল শ্রমিকদের ন‍্যায‍্য অধিকার আদায় করা, জাগতিক ও ইসলামী শিক্ষার সমন্বয়ে নতুন স্কুল, কলেজ ও ইউনিভার্সিটি প্রতিষ্ঠা করা, প্রতিটি এলাকায় বৃক্ষ রোপন কর্মসুচী ও সবুজ পরিবেশ তৈরি করা, পরিষ্কার পরিছন্ন পরিবেশ তৈরি ও জনগণের সকল অভিযোগ ও সমস‍্যা দুরীকরণে সর্বাত্মক চেষ্টা করার পরিকল্পনা রয়েছে।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা