অনলাইন ডেস্ক :
ময়মনসিংহের ফুলপুরে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার (১২ আগস্ট) সকাল ১০টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে ওই সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সাদিয়া ইসলাম সীমা। এসময় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) মেহেদী হাসান ফারুক, ফুলপুর থানার ওসি মোঃ আব্দুল হাদি, ওয়ারেন্ট অফিসার বদরুল ইসলাম (তারাকান্দা আর্মি ক্যাম্প), উপজেলা বিএনপির আহবায়ক আলহাজ্ব সিদ্দিকুর রহমান, যুগ্ন আহবায়ক এ কে এম সিরাজুল হক, উপজেলা জামায়াতের আমীর সহকারী অধ্যাপক গোলাম কিবরিয়া, সিনিয়র সাংবাদিক হুমায়ুন কবীর মুকুল প্রমুখ। অধিকাংশ বক্তা ফুলপুরের আইনশৃঙ্খলা পরিস্থিতি অনেকাংশে ভালো বলে মত প্রকাশ করেন।