মো. আব্দুল মান্নান
ময়মনসিংহের ফুলপুর উপজেলার ঐতিহ্যবাহী জামিয়া আরাবিয়া আশরাফুল উলূম বালিয়ার মুহতামিম মাওলানা ওয়াইজ উদ্দিন দামাত বারাকাতুহুমের শ্বশুর উপজেলার ৮ নং রূপসী ইউনিয়নের বড়ইকান্দি গ্রামের বিশিষ্ট মুরুব্বি হোমিও চিকিৎসক, ঘোমগাও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক বালিয়া মাদরাসার মজলিসে শুরার সদস্য, আলহাজ কামাল উদ্দিন বিশ্বাস (৮৩) আর নেই। তিনি আজ রবিবার (১৪ জানুয়ারি) ভোর পৌনে ৫টায় নিজ বাড়ীতে ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুর সময় তিনি স্ত্রী, ২ ছেলে ও ৩ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। মরহুমের নামাজে জানাজা আজ বাদ আসর উনার নিজ বাড়ীতে অনুষ্ঠিত হবে।
উনার ইন্তেকালে বালিয়া মাদরাসার মজলিসে শুরার সদস্যবৃন্দ, শিক্ষক মন্ডলী ও ছাত্রবৃন্দসহ বিভিন্ন মহলের পক্ষ থেকে গভীর শোক প্রকাশ করে শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানানো হয়েছে।