অনলাইন ডেস্ক :
চীনের পিকিং বিশ্ববিদ্যালয় থেকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি পেলেন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস।

আজ শনিবার সকালে বিশ্ববিদ্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে যোগ দিলে তাকে এ ডিগ্রি দেওয়া হয়। এসময় অনুষ্ঠানে পিকিং বিশ্ববিদ্যালয় পরিষদের চেয়ারম্যান হে গুয়াংচাইসহ বিশিষ্টজনেরা উপস্থিত ছিলেন।

জানা যায়, বুধবার ড. মুহাম্মদ ইউনূস চীন সফরে যান। শুক্রবারে তিনি চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সাথে বৈঠক করেন। এরপর প্রেসিডেন্সিয়াল বেইজিংয়ে চীনা ব্যবসায়ী নেতাদের সাথে একটি ইনভেস্ট ডায়ালগে অংশ নেন।
সফরশেষে আজ সন্ধ্যায় তার দেশে ফেরার কথা রয়েছে।