মো. আব্দুল মান্নান :
ময়মনসিংহের ফুলপুরে নকল ওরস্যালাইন ও সফট ড্রিংকস পাউডার কারখানায় অভিযান পরিচালনা করে ১ লক্ষ টাকা জরিমানা আদায় করাসহ কারখানাটি সিলগালা করা হয়েছে।

আজ বুধবার (১৯ মার্চ) বিকালে উপজেলার আনোয়ারখিলা ও গোদারিয়া এলাকায় অবস্থিত এসব নকল কারখানায় পুলিশ ও সেনাবাহিনী সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান ফারুকের নেতৃত্বে যৌথভাবে অভিযান চালায়।

এসময় নকল ও অবৈধভাবে তৈরিকৃত কারখানাকে নগদ ১ লক্ষ টাকা জরিমানা করে ও জব্দকৃত মালামাল পুড়িয়ে ফেলা হয়। এছাড়া প্রতিষ্ঠানটিকে সিলগালা করে দেওয়া হয়।
এ ব্যাপারে জানতে চাইলে সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান ফারুক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, জনস্বাস্থ্যের জন্য হুমকি এরকম নকল ও অবৈধ কারখানার বিরুদ্ধে এ অভিযান অব্যাহত থাকবে।