মো. আব্দুল মান্নান :
ময়মনসিংহের ফুলপুর পৌরসভার ছনকান্দা বাজার থেকে উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আতাউল করিম রাসেল ও সাবেক এমপি হায়াতোর রহমান খান বেলালের বাড়ির রাস্তা দিয়ে ফুলপুর পাইলট উচ্চ বিদ্যালয়ের খেলার মাঠে যেতে সড়কে প্রথমে একটি টিউবওয়েল ও পরে একটি বিদ্যুতের খুঁটি নজরে পড়ে।

এগুলো সড়কের এক পাশে সুবিধামত জায়গায় স্থাপন করলে ভাল হয়। যেমনটি স্থাপন করা হয়েছে পৌরসভার শেরপুর রোড থেকে তালতলা হয়ে জামিয়াতুল হুমাইরা লিল বানাত মাদরাসার পাশ দিয়ে মহিলা কলেজে যাওয়ার সড়কে।
এ ব্যাপারে জিআরসি আহ্বায়ক (প্রশাসক), জিআরসি সদস্য সচিব, ঠিকাদার ও রিজিওনাল কো-অর্ডিনেটরের দৃষ্টি আকর্ষণ করছি।