আমীর ইবনে আহমাদ :
দেশের রাজনৈতিক পটপরিবর্তনের পরিপ্রেক্ষিতে দেশ ও উম্মাহর কল্যাণে উলামায়ে কেরামের কর্মসূচি ও কর্মপন্থা, জাতীয় ঐক্য, হেফাজতে ইসলামের তৎপরতাসহ সাম্প্রতিক নানা গুরুত্বপূর্ণ বিষয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ৭ সেপ্টেম্বর দুপুর ১২টায় ঢাকার বারিধারা মাদরাসায় ওই সভা অনুষ্ঠিত হয়। এতে মিলিত হন হেফাজতের কেন্দ্রীয় নেতৃবৃন্দ ও ইত্তেফাকুল উলামার দায়িত্বশীলগণ।
অত্যন্ত সৌহার্দ্য ও হৃদ্যতাপূর্ণ পরিবেশে ওই সভা অনুষ্ঠিত হয়। নেতৃবৃন্দ জাতীয় স্বার্থে বেশকিছু বিষয়ে ঐকমত্যে পৌঁছেছেন যা আগামীর বাংলাদেশ ও ছাত্র জনতার অর্জিত স্বাধীনতাকে ফলপ্রসূ করতে বিশেষ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।
বৈঠকে হেফাজত মহাসচিব মাওলানা সাজিদুর রহমান, মাওলানা জুনাইদ আল হাবীব, মাওলানা মামুনুল হক ও মুফতি মুনীর কাসেমী এবং ইত্তেফাকুল উলামা বৃহত্তর মোমেনশাহীর কেন্দ্রীয় সভাপতি মাওলানা খালেদ সাইফুল্লাহ সাদী, মাওলানা আবুল কালাম আজাদ, মুফতী মুহিববুল্লাহ, মাওলানা মঞ্জুরুল হক, মাওলানা মুহাম্মদ ইবনে হাফেজ্জী, মুফতী আমীর ইবনে আহমদ, মুফতী শরীফুর রহমান ও মাওলানা মানাজির আহসান খান তাবশির প্রমুখ উপস্থিত ছিলেন।