মো. আব্দুল মান্নান
ময়মনসিংহের ফুলপুর উপজেলার রামভদ্রপুর ইউনিয়নের নয়াপাড়া মদিনাতুল উলূম নূরানীয়া ও হাফিজিয়া মাদরাসায় হাফেজ ছাত্রদের দিস্তারে ফজীলত উপলক্ষে ইসলামী সম্মেলন আজ ১৮ জানুয়ারি ২০২৪ অনুষ্ঠিত হবে। জামিয়া আরাবিয়া ইমদাদুল উলূম বাশুয়া কবিরপুর মাদরাসার মুহাদ্দিস মাওলানা আবু তাহের এতে সভাপতিত্ব করবেন। বাদ আসর হতে মাদরাসা ময়দানে ওই সভা শুরু হবে।
সভায় প্রধান বক্তা হিসেবে বয়ান করবেন হাফেজ মাওলানা আব্দুল্লাহ আল ফাহাদ, বারিধারা, গুলশান। প্রধান আকর্ষণ হিসেবে বয়ান করবেন চরখরিচা জামিয়া মাহমুদিয়া আরাবিয়ার শিক্ষা সচিব মাওলানা মুফতী বদরুল আলম। বিশেষ আকর্ষণীয় বক্তা হিসেবে বয়ান করবেন হালুয়াঘাটের দারুল উলূম আদর্শ মাদরাসার মুহতামিম মুফতী সাদেকুর রহমান ও গাজীপুরের জামিয়া ইসলামিয়া দারুল কুরআন হিজলহাটি মাদরাসার মুহতামিম তরুণ বক্তা হাফেজ মাওলানা মুফতী এনায়েতুল্লাহ আশ্রাফী।
এছাড়াও স্থানীয় উলামায়ে কেরাম সভায় বয়ান করবেন। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন ফুলপুর উপজেলা আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম আহ্বায়ক অধ্যাপক মোহাম্মদ হাবিবুর রহমান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখবেন রামভদ্রপুর ইউনিয়নের তিনবারের নির্বাচিত চেয়ারম্যান রুকনুজ্জামান রোকন ও উপজেলা কৃষক লীগের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. রুস্তম আলী ভুলন। সভা পরিচালনায় থাকবেন মাওলানা রবিউল ইসলাম। কলরব শিল্পী গোষ্ঠীর সদস্যরা এতে ইসলামী সঙ্গীত পরিবেশন করবেন। সভাটির প্রচারপত্র সৌজন্যে রয়েছেন ২নং রামভদ্রপুর ইউনিয়নের চর আশাবট বড়বাড়ির কৃতি সন্তান মালয়েশিয়ার কোতা এমারেল্ড রাওয়ান সেলাঙ্গর -এর ইমাম ও খতীব হাফেজ ক্বারী মফিদুল ইসলাম তালুকদার। সভায় যিকিরের সাথে দলে দলে যোগদান করার জন্য কার্যকরী কমিটির সভাপতি হাসিম উদ্দিন, সাধারণ সম্পাদক আবুল খায়ের, কোষাধ্যক্ষ নওয়াব আলী ও মুহতামিম মাওলানা মো. ইব্রাহিম সকলকে আহ্বান জানিয়েছেন।