মো. আব্দুল মান্নান :
ময়মনসিংহের ফুলপুরে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ৫০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। আজ সোমবার (১৫ সেপ্টেম্বর) উপজেলার রূপসী ইউনিয়নের খড়িয়ানদী এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করে এ জরিমানা আদায় করা হয়।
এসময় অবৈধভাবে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ -এর ১৫ ধারায় অর্থদণ্ড প্রদান করা হয়। মোবাইল কোর্ট পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট তাসনীম জাহান। এসময় কৃষি সম্প্রসারণ অফিসার ও রূপসী ইউনিয়ন প্রশাসক কামরুল হাসান কামু ও ফুলপুর থানা পুলিশসহ সংশ্লিষ্ট কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।