অনলাইন ডেস্ক :
কুড়িগ্রামের বহুল আলোচিত সেই ডিসি সুলতানা পারভীন এখন কারাগারে। ২০২০ সালে সাংবাদিক আরিফুল ইসলাম রিগ্যান ডিসির পুকুরের নামে বরাদ্দের খবর প্রকাশ করেন। ওই বছর ১৩ মার্চ সাংবাদিককে বাড়ি থেকে ধরে এনে চোখ বেঁধে উলঙ্গ করে নির্যাতন চালায়। তার বিরুদ্ধে মাদক মামলা সাজিয়ে এক বছরের কারাদণ্ড প্রদান করেছিল। এ ঘটনায় গোটা সাংবাদিক মহল ডিসির বিচারের দািবতে আন্দোলনের ডাক দেন।
কারামুক্ত হয়ে সাংবাদিক আরিফুল হক রিগান জেলা ও দায়রা জজ আদালতে মামলা করেন। আজ মঙ্গলবার (২ সেপ্টেম্বর) ডিসি কুড়িগ্রাম আদালতে হাজিরা দিতে আসলে বিজ্ঞ বিচারক জামিন না মঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। এতদিন মামলার পর ডিসি হাই কোর্ট থেকে জামিনে ছিল। কুড়িগ্রামের সমকালের সাংবাদিক সুজন মোহন্ত খবরটি নিশ্চিত করেছেন।
* তথ্য ও ছবি অনলাইন থেকে সংগৃহীত।