মো. আব্দুল মান্নান :
তিন দিন আগে ঈদুল আজহা চলে গেলেও অদ্যাবধি ময়মনসিংহের ফুলপুরে যাত্রীদের নিকট থেকে আদায় করা হচ্ছে অতিরিক্ত ভাড়া। এ জুলুম প্রতিরোধে আজ মঙ্গলবার (১০ জুন) বিকালে বাসস্ট্যান্ড এলাকায় বিভিন্ন গণপরিবহনে মোবাইল কোর্ট পরিচালিত হয়েছে।

এতে নেতৃত্ব দেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান ফারুক। অতিরিক্ত ভাড়া আদায়, ড্রাইভিং লাইসেন্স না থাকা, ফিটনেসবিহীন গাড়ি চালানোসহ এ ধরনের অনিয়ম প্রতিরোধে এ মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এ সময় অতিরিক্ত ভাড়া আদায় করা থেকে সবাইকে বিরত থাকতে সতর্ক করা হয় কিন্তু কারো নিকট থেকে কোন জরিমানা আদায় করার বিষয়ে জানা যায়নি।
মোবাইল কোর্ট পরিচালনার সময় ফুলপুর থানা পুলিশ উপস্থিত ছিলেন।