মো. আব্দুল মান্নান :
ভারতের এক হিন্দু পুরোহিত বিশ্বনবী হযরত মুহাম্মাদ সল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে কটুক্তি করায় ময়মনসিংহের ফুলপুরে এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৭ সেপ্টেম্বর) বিকাল সাড়ে তিনটায় ফুলপুর বাসস্ট্যান্ডে যাত্রী ছাউনি থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়।
মিছিলটি নগরীর প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এসময় ‘নারায়ে তাকবির আল্লাহু আকবার, বিশ্বনবীর অপমান সইবে নারে মুসলমান’ বলে ধর্মপ্রাণ মুসল্লিরা স্লোগান দেয়। এরপর পুনরায় যাত্রী ছাউনিতে গিয়ে এক পথসভায় মিলিত হয়। এতে বক্তব্য রাখেন, মাওঃ আবুল বাশার, মুফতি ওবায়দুল্লাহ, ছাত্রজনতার পক্ষ থেকে মোঃ হিরা মিয়া, ইসলামী সংগীত শিল্পী নোমান।
বক্তব্যে বিশ্বনবীরকে গালি ও কটুক্তি করায় কটুক্তিকারী রিতিস রানা ও রামগিরি মহারাজের বিরুদ্ধে এফআইআর হওয়া সত্যেও কেন গ্রেফতার করা হচ্ছে না তা জানতে চাওয়া হয়। তাদের গ্রেফতার করে জনসম্মুখে এনে ভারতীয় সরকারের নিকট সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড দেওয়ার দাবি জানানো হয়।
এসময় ফুলপুর পৌরসভা মধ্য গোদারিয়া রমিজিয়া মহিলা মাদ্রাসার শিক্ষাসচিব মাওঃ ফয়জুর রহমান, মাওঃ ইকবাল হুসাইন, কাজী মোঃ ইমরান হোসাইন, কলেজের শিক্ষার্থীবৃন্দ, ধর্ম প্রাণ মুসল্লী ও তাওহীদী জনতা উপস্থিত ছিলেন।