• বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ০৯:২২ অপরাহ্ন
শিরোনাম
ফুলপুরে ৪০ দিন জামাতে নামাজ পড়ে পুরস্কার পেলেন ১০ মুসুল্লী ফুলপুরের মাহিন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক পদে নিয়োগ পাওয়ায় বিভিন্ন মহলের পক্ষ থেকে অভিনন্দন ফুলপুরে দাদী ও মা’সহ গুরুতর আহত শিশুকন্যা ইফামনি, সিএনজি চালক আটক ময়মনসিংহের ৭ উপজেলার জন্ম মৃত্যু নিবন্ধন অগ্রগতি বিষয়ে ফুলপুরে পর্যালোচনা সভা এই সীজনেই শীতবস্ত্র বিতরণ করা হবে– হাফেজ মাওলানা মুহিউদ্দিন আবারও বিশ্বসেরা বিজ্ঞানীর তালিকায় ফুলপুরের কৃতি সন্তান মালয়েশিয়ার সানওয়ে বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. সাইদুর রহমান সব ছাড়বো কিন্তু আল্লাহর দীনের ঝান্ডাকে ভূলুণ্ঠিত হতে দেব না— আল্লামা মামুনুল হক ফুলপুরে সাংবাদিক নাজিম উদ্দিনের পিতার জানাজা সম্পন্ন ফুলপুরে সাংবাদিক নাজিম উদ্দিনের বাবা আর নেই জামিয়াতুল হুমাইরা লিল বানাত, ফুলপুর-এর ১৭তম খতমে বুখারী উপলক্ষে দোয়া মাহফিল ৬ জানুয়ারি

আবারও বিশ্বসেরা বিজ্ঞানীর তালিকায় ফুলপুরের কৃতি সন্তান মালয়েশিয়ার সানওয়ে বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. সাইদুর রহমান

Reporter Name / ১৯ Time View
Update : রবিবার, ১১ জানুয়ারি, ২০২৬

মো. আব্দুল মান্নান :

আবারও বিশ্বসেরা বিজ্ঞানীদের নামের তালিকায় স্থান করে নিয়েছেন ময়মনসিংহের কৃতি সন্তান মালয়েশিয়ার সানওয়ে বিশ্ববিদ্যালয়ের রিসার্চ বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডক্টর সাইদুর রহমান। সামাজিক যোগাযোগমাধ্যমে এ সংবাদ ছড়িয়ে পড়লে বিভিন্ন মহলের পক্ষ থেকে তাকে ফুলেল শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন জানানো হচ্ছে।

জানা যায়, এডি সায়েন্টিফিক ইনডেক্স ২০২৬-এর তালিকায় মেকানিকেল ইঞ্জিনিয়ারিং বিভাগে তিনি মালয়েশিয়ায় প্রথম, এশিয়ায় দ্বিতীয় ও বিশ্বে সপ্তম অবস্থান অধিকার করেছেন।

গবেষণার প্রভাবের দিক থেকেও তার অবস্থান শক্ত। গুগল স্কলারের তথ্য অনুযায়ী, তার এইচ-ইনডেক্স ১৪৫ এবং গবেষণায় মোট সাইটেশনের সংখ্যা ৮৬,০০০-এর বেশি। তিনি ফুলপুর উপজেলার ২নং রামভদ্রপুর ইউনিয়নের চরনিয়ামত গ্রামের আব্দুল হাকিম ও বাদরুল আরা বেগমের ৪ ছেলে ও ৪ মেয়ের মধ্যে দ্বিতীয় সন্তান। এছাড়া বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) সাবেক শিক্ষার্থী।

সূত্র জানায়, ২০১৪ থেকে ২০২১ সালের মধ্যে নিজের গবেষণা ক্ষেত্রে শীর্ষ ১ শতাংশে থাকার জন্য ক্ল্যারিভেট অ্যানালিটিক্স তাকে বিশ্বসেরা গবেষক হিসেবে স্বীকৃতি দিয়েছে। তার এমএক্সিন-ভিত্তিক ন্যানোম্যাটেরিয়াল গবেষণা এবং ন্যানোফ্লুইড গবেষণায় বিশ্ব ও মালয়েশিয়ায় শীর্ষস্থান অর্জনের নজিরও রয়েছে। বিদেশে বসে বাংলাদেশের সুনাম বৃদ্ধিসহ দেশকে এক অনন্য উচ্চতায় নিয়ে যেতে অবিরত কাজ করে চলেছেন তিনি। এতিম অনাথ ও গরিবদুঃখী মানুষের পাশে দাঁড়ানো, শিক্ষা সামগ্রী বিতরণ, ঘর নির্মাণ করে দেওয়া, টিউবওয়েল দান, অর্থ ও বস্ত্র বিতরণসহ নানামুখী সেবা দিয়ে যাচ্ছেন তিনি। বিশ্বসেরা বিজ্ঞানী ড. সাইদুর রহমান বলেন, এটা আসলে আমার কোন কৃতিত্ব নয় বরং আল্লাহ তায়ালার একান্ত অনুগ্রহ। তিনি তার এ সুনাম ধরে রাখার জন্য সকলের নেক দোয়া কামনা করেছেন।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা