• বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ০৪:৫০ অপরাহ্ন
শিরোনাম
ফুলপুরে ৪০ দিন জামাতে নামাজ পড়ে পুরস্কার পেলেন ১০ মুসুল্লী ফুলপুরের মাহিন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক পদে নিয়োগ পাওয়ায় বিভিন্ন মহলের পক্ষ থেকে অভিনন্দন ফুলপুরে দাদী ও মা’সহ গুরুতর আহত শিশুকন্যা ইফামনি, সিএনজি চালক আটক ময়মনসিংহের ৭ উপজেলার জন্ম মৃত্যু নিবন্ধন অগ্রগতি বিষয়ে ফুলপুরে পর্যালোচনা সভা এই সীজনেই শীতবস্ত্র বিতরণ করা হবে– হাফেজ মাওলানা মুহিউদ্দিন আবারও বিশ্বসেরা বিজ্ঞানীর তালিকায় ফুলপুরের কৃতি সন্তান মালয়েশিয়ার সানওয়ে বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. সাইদুর রহমান সব ছাড়বো কিন্তু আল্লাহর দীনের ঝান্ডাকে ভূলুণ্ঠিত হতে দেব না— আল্লামা মামুনুল হক ফুলপুরে সাংবাদিক নাজিম উদ্দিনের পিতার জানাজা সম্পন্ন ফুলপুরে সাংবাদিক নাজিম উদ্দিনের বাবা আর নেই জামিয়াতুল হুমাইরা লিল বানাত, ফুলপুর-এর ১৭তম খতমে বুখারী উপলক্ষে দোয়া মাহফিল ৬ জানুয়ারি

ময়মনসিংহে ৩দিন ব্যাপী খানকায়ে হুসাইনিয়া মাদানিয়াতে ১৫তম ইসলাহী মাহফিল

Reporter Name / ৩৭ Time View
Update : মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫

মোঃ আব্দুল মান্নান :
১৮, ১৯ ও ২০ ডিসেম্বর ২০২৫ তিন দিনব্যাপী ময়মনসিংহের মধ্য বাড়েরায় মাদানিনগরে খানকায়ে হুসাইনিয়া মাদানিয়াতে ইসলাহী মাহফিল অনুষ্ঠিত হচ্ছে। ২১ ডিসেম্বর রবিবার সকাল ৮টায় আখেরি মুনাজাতের মাধ্যমে মাহফিল সম্পন্ন হবে। এর আগে ১৭ ডিসেম্বর সকাল সাড়ে ৭টা থেকে দুপুর ১টায় একই জায়গায় মহিলাদের উদ্দেশ্যে বয়ান ও জামিয়া হাফসা (রা.)-এর ছাত্রীদের খতমে বুখারী অনুষ্ঠিত হবে।


জানা যায়, ১৮, ১৯ ও ২০ ডিসেম্বর সকাল ৮টা হতে রাত সাড়ে ১০টা পর্যন্ত ইসলাহী বয়ান হবে। ১৮ ও ২০ ডিসেম্বর সকাল ১০টা হতে দুপুর ১২টা পর্যন্ত কুরআন শিক্ষা ও সুন্নাতের আমলী মাশক্ব হবে। একই সময়ে উলামায়ে কেরামের সাথে ফিকরি মাশওয়ারাহ অনুষ্ঠিত হবে। ১৯ ডিসেম্বর সকাল ৮টা ১১টায় ছাত্রদের উদ্দেশ্যে বয়ান ও কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হবে। ১৯ ডিসেম্বর সকাল ১১টা হতে ১২টা পর্যন্ত জামিয়া শায়খ আবদুল মোমিন (রহ.)-এর খতমে বুখারী ও পাগড়ি প্রদান অনুষ্ঠিত হবে। এছাড়া ১৯ ডিসেম্বর আরেকটি কর্মসূচি পালিত হবে। সেটি হলো- বাদ মাগরিব উলামায়ে কেরামের উদ্দেশ্যে বয়ান আর প্রতিদিন রাত সাড়ে ১০টার পর বাইয়াত গ্রহণ করা হবে, ইনশাআল্লাহ।


এ ব্যাপারে খানকায়ে হুসাইনিয়া মাদানিয়ার মুতাওয়াল্লী মুফতী মাহবুবুল্লাহ বলেন, আল্লাহ তায়ালা সকল মানুষকে ইসলাম গ্রহণের যোগ্যতা দিয়ে সৃষ্টি করেছেন। যারা পৃথিবীতে এসে ইসলাম গ্রহণের এ নিয়ামত থেকে বঞ্চিত হয়ে মৃত্যুবরণ করে তাদের ঠিকানা হবে চিরস্থায়ী জাহান্নাম। পক্ষান্তরে যারা ইসলাম গ্রহণ করে আল্লাহ ও তার রাসূল (সা.)-এর পথে জীবন যাপনের মাধ্যমে আত্মশুদ্ধি করেনি, মৃত্যুর পর তাদের পরিশুদ্ধি করার জন্য সাময়িকভাবে জাহান্নামে নিক্ষেপ করা হবে এবং পরিশুদ্ধ হওয়ার পর তাদেরকে জান্নাত দেওয়া হবে। কেননা, জান্নাত কেবল পরিশুদ্ধ ব্যক্তিদের জন্য নির্ধারিত।
আর যারা এই দুনিয়াতে সুন্নাতি জীবন যাপনের মাধ্যমে আত্মশুদ্ধি অর্জন করবে তারা মৃত্যুর মাধ্যমে সরাসরি জান্নাতে চলে যাবে। তিনি আরও বলেন, আত্মশুদ্ধির এ ধারাবাহিকতা রাসূল (সা.)-এর যুগ থেকে আজ পর্যন্ত পৃথিবীব্যাপী বহু প্রতিষ্ঠানে চালু রয়েছে। ‘খানকায়ে হুসাইনিয়া মাদানিয়া’ তেমনই আত্মশুদ্ধির একটি প্রতিষ্ঠান। যা শায়খুল আরব ওয়াল আযম শায়খুল ইসলাম সায়্যিদ হুসাইন আহমাদ মাদানী (রহ.)-এর বিশিষ্ট বিশিষ্ট খলিফা শায়খ আবদুল মোমিন (রহ.)-এর মাধ্যমে ৩ সেপ্টেম্বর ২০১১ ঈসায়ী মোতাবেক ৪ শাওয়াল ১৪৩২ হিজরী শনিবার প্রতিষ্ঠা লাভ করে।
প্রতিষ্ঠালগ্ন থেকে খানকায় ৩ দিনব্যাপী বার্ষিক ইসলাহী মাহফিল অনুষ্ঠিত হয়ে আসছে। এরই ধারাবাহিকতায় ১৮, ১৯ ও ২০ ডিসেম্বর ২০২৫ ঈসায়ী ১৪৪৭ হিজরী -এর ১৫তম বার্ষিক ইসলাহী মাহফিল অনুষ্ঠিত হচ্ছে, ইনশাআল্লাহ। মাহফিলে সবাই সবান্ধব উপস্থিত হয়ে মাহফিলকে কামিয়াব করার জন্য দু’আ ও সার্বিক সহযোগিতা কামনা করেছেন মুতাওয়াল্লী মুফতী মাহবুবুল্লাহ দামাত বারাকাতুহুম।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা