মো. আব্দুল মান্নান :
ময়মনসিংহের ফুলপুরে হাটপাগলা বড় মসজিদের বড়সভা ১৯ ডিসেম্বর ২০২৫ (শুক্রবার) বাদ আসর শুরু হচ্ছে। আখেরি মুনাজাত হবে পরদিন ফজরের পর। প্রতি বছরই ঐতিহ্যবাহী এ বড়সভায় দেশের যে কোন একজন বড় বক্তাকে আনা হয়। প্রধান বক্তা হিসেবে এবার আসছেন খতীবে আযম মুনাযিরে যামান শায়খুল হাদীস সিলেট শায়েস্তাগঞ্জের কৃতি সন্তান আল্লামা নূরুল ইসলাম ওলীপুরী দামাত বারাকাতুহুম।

বিশেষ বক্তা হিসেবে এতে উপস্থিত থাকবেন- ঢাকা তেজগাঁওয়ের মদীনাতুল উলূম কামিল মাদরাসার মুহাদ্দিস ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি করা ড. আবুল কালাম আজাদ (বাশার), কলরব শিল্পী গোষ্ঠীর পরিচালক সারা বাংলায় আলোড়ন সৃষ্টিকারী সময়ের আলোচিত নন্দিত ওয়ায়েজ মুফতী সাঈদ আহমাদ (কলরব), লেটিরকান্দা (পূর্বধলা) নেত্রকোনার মারকাযু শাহাবুদ্দীন আল ইসলামি -এর প্রতিষ্ঠাতা পরিচালক হাফেজ মাওলানা রফিকুল ইসলাম মাদানী ও ঢাকা খিলক্ষেত বরুয়া শাহী জামে মসজিদের খতীব বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসসিরে কুরআন মাওলানা মুফতী তোফাজ্জল হুসাইন আফতাবী।
সভায় আমন্ত্রিত উলামায়ে কেরাম হিসেবে বয়ান করবেন- কাতুলী এমদাদীয়া ফাযিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা হাবিবুর রহমান, হাটপাগলা বড় মসজিদের ইমাম ও খতীব হাফেজ ক্বারী মাওলানা সফীরুদ্দীন, স্থানীয় মুরুব্বি ইসলামী চিন্তাবিদ ও মুফাসসিরে কুরআন আলহাজ্ব মাওলানা আমজাদ হোসেন লায়ালপুরী, হাটপাগলা দারুল উলূম মাদরাসার সহকারী সুপার মাওলানা আকরাম হোসেন ও হাটপাগলা কামারকান্দা জামে মসজিদের ইমাম ও খতীব আলহাজ্ব মাওলানা মোঃ নজরুল ইসলাম।
খতমে কুরআন উপলক্ষে হাটপাগলা বড় মসজিদ প্রাঙ্গণে আয়োজিত এ ইসলামী মহাসম্মেলনে সভাপতিত্ব করবেন রাষ্ট্রপতি পুলিশ পদক ও জাতিসংঘ শান্তি পদকপ্রাপ্ত হাটপাগলা গ্রামের কৃতি সন্তান মোঃ আলী হোসেন পিপিএম (ওসি)। সহসভাপতি হিসেবে দায়িত্ব পালন করবেন- ১নং ছনধরা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোঃ ফজলুর রহমান (হবি) ও হাটপাগলা বড় মসজিদের উপদেষ্টা মোঃ আকরাম হোসেন (এস আই)। সভাটি বাস্তবায়নে সহযোগিতায় থাকবেন- হাটপাগলা বড় মসজিদের সহসভাপতি মোঃ সিরাজ আলী মন্ডল, সহসভাপতি মোঃ ময়েজ উদ্দিন খান, উপদেষ্টা মোঃ আব্দুল ওয়াহাব ও উপদেষ্টা মোঃ উবায়দুল্লাহ। সবাইকে দলে দলে যোগদান করে দো-জাহানের কামিয়াবি হাসিল করার জন্য মসজিদ কমিটি ও হাটপাগলা গ্রামবাসী আহ্বান জানিয়েছেন।