মো. আব্দুল মান্নান :
ময়মনসিংহের ফুলপুরে সীরাতুন্নবী (সা.) শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৩ সেপ্টেম্বর) বেলা ৩টা থেকে ইশা পর্যন্ত ফুলপুর উপজেলা পরিষদ মিলনায়তনে ওই সভা অনুষ্ঠিত হয়। বাংলাদেশ জাতীয় ইমাম সমিতি ফুলপুর উপজেলা শাখার উদ্যোগে আয়োজিত সভায় প্রধান আলোচক হিসেবে বয়ান করেন ময়মনসিংহ রাহাতুল জান্নাত মহিলা মাদরাসার মুহতামিম ইত্তেফাকুল উলামা মোমেনশাহী -এর সাধারণ সম্পাদক পীরে কামিল আলহাজ্ব মাওলানা আবুল কালাম আজাদ। জাতীয় ইমাম সমিতি ফুলপুর শাখার সভাপতি হাফেজ মাওলানা মহিউদ্দিনের সভাপতিত্বে ও মাওলানা মাহমুদুর রহমান মানিক ও হাফেজ মাওলানা আতাউল্লাহর সঞ্চালনায় এতে বয়ান করেন ও উপস্থিত ছিলেন, ফুলপুর আদর্শ মাদরাসার মহাপরিচালক জমিয়তে উলামায়ে ইসলাম ফুলপুর শাখার সভাপতি ময়মনসিংহ-২ আসনে জমিয়ত থেকে এমপি পদপ্রার্থী মাওলানা আবু রায়হান মক্কী, কাজিয়াকান্দা কামিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা জয়নুল আবেদীন, ময়মনসিংহ-২ আসনে বাংলাদেশ খেলাফত মজলিস মনোনীত জাতীয় সংসদ সদস্য পদপ্রার্থী মুফতী মুহাম্মাদুল্লাহ, জামিয়া গিয়াছ উদ্দিনের মুহতামিম বাংলাদেশ খেলাফত মজলিস ফুলপুর শাখার সভাপতি মুফতী আজীমুদ্দীন শাহ জামালী, বাংলাদেশ খেলাফত মজলিস তারাকান্দা উপজেলা শাখার সভাপতি হাফেজ মাওলানা আব্দুস সবুর, ইসলামী আন্দোলন বাংলাদেশ -এর ফুলপুর শাখার সভাপতি কাতুলী এমদাদীয়া ফাযিল মাদরাসার সাবেক অধ্যক্ষ মাওলানা এ কে এম জালাল উদ্দিন, ময়মনসিংহ-২ আসনে খোলাফত মজলিস মনোনীত এমপি পদপ্রার্থী হাফেজ মাওলানা মতিউর শেখ, গোদারিয়া মাদরাসার মুহাদ্দিস মুফতী আমিনুল ইসলাম, মুহাদ্দিস মুফতী আমির উদ্দিন, দিউ ইসলামিয়া মহিলা মাদরাসার মুহতামিম মুফতী ইখলাস উদ্দিন, কাসেমুল উলূম মাদরাসার মুহতামিম মুফতী নজরুল ইসলাম, বাংলাদেশ জাতীয় ইমাম সমিতি ফুলপুর পৌর শাখার সভাপতি মুফতী আব্দুল্লাহ আল মাসুক, সাধারণ সম্পাদক মাওলানা জুবায়ের আহমাদ, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স জামে মসজিদের ইমাম মুফতী রফিকুল ইসলাম, ফায়ার সার্ভিস সংলগ্ন মসজিদের ইমাম মাওলানা হাবিবুর রহমান, থানা মসজিদের ইমাম মুফতী খালিদ সাইফুল্লাহ, বাইতুন নূর জামে মসজিদের ইমাম বাংলাদেশ জাতীয় ইমাম সমিতি ফুলপুর শাখার সহসভাপতি মাওলানা আব্দুল মান্নান প্রমুখ।2