মো. আব্দুল মান্নান :
ময়মনসিংহের ফুলপুরের আওয়ামী লীগ নেতা শাহারুল আলম (৪৮)-কে গ্রেফতার করা হয়েছে। আজ মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) বিকাল ৪টার দিকে ময়মনসিংহ ব্রিজ এলাকা থেকে ডিবি পুলিশ তাকে গ্রেফতার করে।
জানা যায়, গত ২০২৪ সনের জুলাই আগস্টের গণ-অভ্যুত্থানের সময় নিহত রহিমগঞ্জের কৃষক সাইফুল ইসলাম হত্যা মামলায় এজাহারভুক্ত আসামি তিনি। ওই মামলায় ডিবি পুলিশ তাকে গ্রেফতার করে। তিনি উপজেলার পয়ারী ইউনিয়নের আশি পাঁচ কাহনিয়া গ্রামের মৃত কলিম উদ্দিন ও রহিলা খাতুনের ছেলে। এ মামলার বাদি স্থানীয় যুবনেতা কামরুল ইসলাম।
ডিবি পুলিশের দায়িত্বশীল কর্মকর্তা জানিয়েছেন, আটক আসামি শাহারুল আলমকে আইনি প্রক্রিয়া শেষে আদালতে পাঠানো হবে।