মো. আব্দুল মান্নান :
ময়মনসিংহের ফুলপুরে বাংলাদেশ জাতীয় ইমাম সমিতি ফুলপুর উপজেলা শাখার উদ্যোগে সীরাতুন্নবী সল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের আয়োজন করা হচ্ছে। আগামী শনিবার (১৩ সেপ্টেম্বর) উপজেলা পরিষদ মিলনায়তনে বেলা ৩টায় শুরু হয়ে ইশা পর্যন্ত চলবে ওই অনুষ্ঠান।
বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) বিকাল ৩টায় আর রাইয়্যান জামে মসজিদে আয়োজিত জাতীয় ইমাম সমিতি ফুলপুর শাখার এক বিশেষ সভায় কেন্দ্রীয় কমিটির নির্দেশনা মোতাবেক এ সিদ্ধান্ত নেওয়া হয়।
১৩ সেপ্টেম্বর ফুলপুরে সীরাতুন্নবী সল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম অনুষ্ঠান বাস্তবায়নের লক্ষ্যে এসময় ৯ সদস্য বিশিষ্ট একটি এন্তেজামিয়া কমিটি গঠন করা হয়। উপজেলা পরিষদ জামে মসজিদের ইমাম জাতীয় ইমাম সমিতি ফুলপুর শাখার সহসভাপতি হাফেজ মাওলানা মুফতী আতাউল্লাহকে প্রধান করে গঠিত এন্তেজামিয়া কমিটির অন্য সদস্যরা হলেন- মুফতী নজরুল ইসলাম, হাফেজ মাওলানা মাহমুদুর রহমান মানিক, মুফতী মোস্তফা আল আদনান, হাফেজ মাওলানা কাউসার আহমাদ, মুফতী আব্দুল্লাহ আল মাসুক, হাফেজ ওলীউল্লাহ, মুফতী ইখলাস উদ্দিন ও মুফতী যুবায়ের আহমাদ।
অনুষ্ঠানে সমিতির সদস্যদের মধ্যে নবী করীম সল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের জীবন থেকে সুনির্দিষ্ট বিষয়ভিত্তিক আলোচনা করবেন- জাতীয় ইমাম সমিতি ফুলপুর শাখার সভাপতি হাফেজ মাওলানা মুহিউদ্দীন, সহসভাপতি মাওলানা মো. আব্দুল মান্নান, সাধারণ সম্পাদক মাওলানা নোমান সিদ্দিকী, তালিম তরবিয়ত বিষয়ক সম্পাদক মুফতী নজরুল ইসলাম ও আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মুফতী মোস্তফা আল আদনান। এছাড়া আঞ্চলিক বিশিষ্ট উলামায়ে কেরামের মধ্যে বয়ান করবেন- জামিয়া আরাবিয়া আশরাফুল উলূম বালিয়ার মুহতামিম শায়খুল হাদীস আল্লামা ফজলুল করীম, জামিয়া গিয়াছ উদ্দিন (রহ.)-এর মুহতামিম মুফতী আজীমুদ্দীন শাহ জামালী, ফুলপুর আদর্শ মাদরাসার মহাপরিচালক মাওলানা আবু রায়হান মক্কী, কাজিয়াকান্দা কামিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা জয়নুল আবেদীন, কাতুলী এমদাদীয়া ফাযিল মাদরাসার সাবেক অধ্যক্ষ মাওলানা এ কে এম জালাল উদ্দিন, জামিয়াতুল হুমাইরা (রা.) লিল বানাতের মুহতামিম মাওলানা ইয়াহইয়া, গোদারিয়া মাদরাসার মুফতী আমিনুল ইসলাম, আদর্শ মাদরাসার উস্তাদ মাওলানা আলমগীর হোসাইন প্রমুখ।