মো. আব্দুল মান্নান :
ময়মনসিংহের ফুলপুরে তানজিমুল হুফফাজ ফাউন্ডেশনের উদ্যোগে ৬দিনব্যাপী তাহফিজুল কুরআন শিক্ষক প্রশিক্ষণশেষে সনদ বিতরণ করা হয়েছে। ৩০ আগস্ট থেকে শুরু হয়ে বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ -এর তত্ত্বাবধানে ৪ সেপ্টেম্বর ২০২৫ পর্যন্ত ফুলপুর সরকারি কলেজ রোডে অবস্থিত মাদরাসাতুস সুফফায় এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।
প্রশিক্ষণ প্রদান করেন বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ -এর প্রশিক্ষক আন্তর্জাতিক হাফেজ ক্বারী আবু সালেহ মোহাম্মদ মুসা, বেফাকের প্রশিক্ষক হাফেজ মাওলানা আবুল বাশার, বেফাকের সিনিয়র পরিদর্শক মাওলানা ইলিয়াস ও বেফাকের প্রশিক্ষক আন্তর্জাতিক ক্বারী হাফেজ মাওলানা শামছুল আরেফীন।
তানজিমুল হুফফাজ ফাউন্ডেশন ফুলপুর শাখার সভাপতি হাফেজ মাওলানা আব্দুল হক, সাধারণ সম্পাদক হাফেজ আশেকে কিবরিয়া হারুন, সাংগঠনিক সম্পাদক হাফেজ মাওলানা মাহমুদুর রহমান মানিক ও প্রশিক্ষণ বাস্তবায়ন কমিটির আহ্বায়ক মাদরাসাতুস সুফফার মুহতামিম হাফেজ মাওলানা শরীফুল ইসলামের আহ্বানে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ -এর প্রধান পরিচালক মাওলানা উবায়দুর রহমান খান নদভী। কিন্তু বিশেষ অসুবিধায় তিনি আসতে পারেননি। এ প্রশিক্ষণে বিভিন্ন প্রতিষ্ঠানের ৩৫ জন শিক্ষক অংশ নেন।
হাফেজ মাওলানা মাহমুদুর রহমান মানিকের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগতঃ বক্তব্য রাখেন, কাতুলী এমদাদীয়া ফাযিল মাদরাসার সাবেক অধ্যক্ষ মাওলানা এ কে এম জালাল উদ্দিন। সমাপনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন, হাফেজ আব্দুল হক, মুফতী বুরহান উদ্দিন, মুফতী রফিকুল ইসলাম, মুফতী জুনাইদ রহমান, মাওলানা ইয়াহইয়া, মুফতী মাসউদ, হাফেজ মুজিবুর রহমান, প্রফেসর মোশাররফ হোছাইন, মাওলানা হাবিবুর রহমান, হাফেজ মাওলানা শরীফুল ইসলাম, হাফেজ আশিকে কিবরিয়া হারুন, মাওলানা ইলিয়াস, মো. আব্দুল মান্নান প্রমুখ। সবশেষে সনদ বিতরণ করেন বেফাকের সিনিয়র পরিদর্শক মাওলানা ইলিয়াস। এছাড়া সংক্ষিপ্ত বক্তব্যশেষে মুনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন জামিয়া আরাবিয়া আশরাফুল উলূম বালিয়ার মুহতামিম শায়খুল হাদীস আল্লামা ফজলুল করীম দামাত বারাকাতুহুম।