মো. আব্দুল মান্নান :
ময়মনসিংহের ফুলপুরে জনসাধারণের চলাচলের রাস্তায় গ্যাস সিলিন্ডার রেখে বিক্রি করার অপরাধে ৩ দোকানিকে ১০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। আজ মঙ্গলবার (২ সেপ্টেম্বর) বিকালে বিস্ফোরক আইন ১৮৮৪ এবং দণ্ডবিধি ১৮৬০ -এর আওতায় সতর্কতাস্বরূপ এ জরিমানা করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাদিয়া ইসলাম সীমার নেতৃত্বে মোবাইল কোর্ট পরিচালনার মাধ্যমে এ জরিমানা করা হয়।
এসময় উনার নিরাপত্তা প্রহরী ও ফুলপুর থানা পুলিশসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।