অনলাইন ডেস্ক :
ময়মনসিংহের ফুলপুরে ১টি কলা গাছে ৩৬টি থোর বের হওয়ার খবর পাওয়া গেছে।
উপজেলার বালিয়া ইউনিয়নের শিমুলিয়া গ্রামে এ ঘটনা ঘটে। জানা যায়, ওই এলাকার মৃত আব্দুল হামিদের পারিবারিক কবরস্থানে একটি কলাগাছ আছে। ওই কলা গাছে ৩৬টি কলার থোর বা মোচা বের হয়েছে। এ খবর সামাজিক যোগাযোগমাধ্যমে পাবলিশ হওয়ার পর এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
আজ বৃহস্পতিবার (২৪ এপ্রিল) সকাল থেকে উৎসুক জনতা গাছটি এক নজর দেখার জন্য সেখানে ভীড় জমিয়েছেন।
এছাড়া যশোর জেলার চৌগাছা উপজেলায় হাতিমপুর ইউনিয়নে যাত্রাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন একটি বাড়িতে লাউ গাছের ১টি বোঁটাতে ৩২টি লাউ ধরার সংবাদ পাওয়া গেছে। এলাকাবাসী এগুলোকে আল্লাহ তায়ালার পক্ষ হতে অলৌকিক ঘটনা হিসেবে দেখছেন।