মো. আব্দুল মান্নান :
ময়মনসিংহের ফুলপুর পাইলট মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ে নতুন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক যোগদান করেছেন। বৃহস্পতিবার (২৭ মার্চ) বিকাল ৪টার দিকে একেএম আজাদ নামে নতুন প্রধান শিক্ষক যোগদান করেন। এর আগে তিনি মতিঝিল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছিলেন।

সেখান থেকে বদলি হয়ে ফুলপুর পাইলট মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ে নতুন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হিসেবে তিনি যোগদান করেন।
এসময় তাকে ফুলের তোড়া দিয়ে বরণ করা হয়। ফুলের তোড়া দিয়ে বরণ করেন সদ্য বিদায়ী ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক উম্মে সালমা, কামাল হোসেন, সালেহ আহমেদ, মাওলানা আহসান উল্লাহ চৌধুরী, মুর্শিদুল আলম উজ্জ্বল, দেলোয়ার হোসেন প্রমুখ। এছাড়া এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গভর্নমেন্ট ল্যাবরেটরি হাই স্কুলের সাবেক প্রধান শিক্ষক মো: আজাহারুল ইসলাম সিদ্দিকী।

নতুন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক যোগদানের মধ্য দিয়ে বিদ্যালয়ে সবাই নতুন চমক দেখতে পাবেন বলে প্রত্যাশা করছেন।