• রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫, ০৯:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম
১৪ ডিসেম্বর ‘অরিয়েট’ আয়োজিত সেশনে যুক্ত হচ্ছেন বিশ্বসেরা গবেষক বিজ্ঞানী ড. সাইদুর রহমান বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি কেন্দ্রীয় কমিটির সভাপতিকে বরিশালে বদলি ফুলপুরে পাগড়ী পেলেন বুছ্তানুল কোরআন আবাসিক হাফিজিয়া মাদরাসার ৯ হাফেজ ‘বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি’ নামীয় ফেসবুক পেজ থেকে অসত্য সংবাদ শেয়ারের অভিযোগ ময়মনসিংহ জেলা প্রশাসকের ফুলপুরের আসফিয়া খান আর নেই ময়মনসিংহ-২ আসনে রাজনৈতিক ভেদাভেদ ভুলে মোতাহারের হাতে ফুল তুলে দিলেন যুবদল নেতা আরিফ-মিঠুন ইমাম ও শ্যামলী পরিবহনের দুটি গাড়ি মুখোমুখি সংঘর্ষ ফুলপুর থানার বিদায়ী ওসি মোঃ আব্দুল হাদি বিদায়বেলায় যা বললেন চট্টগ্রামে সিআরএ ‘সম্মাননা স্মারক’ পেলেন কালের কণ্ঠের সাংবাদিক গৌরাঙ্গ দেবনাথ অপু সড়ক দুর্ঘটনা এঁড়াতে চানপুর ব্রিজ এলাকায় রাস্তা সংস্কার, ফুটওভার ব্রিজ হচ্ছে ফুলপুর হাসপাতালের সামনে

বালিয়া মাদরাসার ১০৫ তম বড়সভা শুক্রবার

Reporter Name / ১৬৪ Time View
Update : বৃহস্পতিবার, ২৫ জানুয়ারি, ২০২৪

মো. আব্দুল মান্নান
ময়মনসিংহের ফুলপুরে ঐতিহ্যবাহী ক্বওমী শিক্ষা প্রতিষ্ঠান জামিয়া আরাবিয়া আশরাফুল উলূম বালিয়ার ১০৫ তম বড়সভা শুক্রবার (২৬ জানুয়ারি) বাদ জুমা শুরু হচ্ছে। চলবে পরদিন শনিবার ফজর পর্যন্ত। খতমে কুরআনুল কারীম ও খতমে বুখারী শরীফের দোয়া উপলক্ষে এ সভার আয়োজন করা হয়। প্রতি বছরের ন্যায় এবারও দেশ ও দেশের বাইরে থেকে বরেণ্য উলামায়ে কেরাম এতে তাশরীফ আনবেন। ইতোমধ্যে সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে বলে জানিয়েছে আয়োজক কমিটি। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ১৪৭, ময়মনসিংহ-২ (ফুলপুর-তারাকান্দা) আসনের এমপি গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের সাবেক প্রতিমন্ত্রী শরীফ আহমেদ।
বালিয়া মাদরাসার মুহতামিম মাওলানা ওয়াইজ উদ্দিন জানিয়েছেন, বালিয়া মাদরাসা মসজিদে শুক্রবারে জুমার নামাজে ইমামতি করবেন জর্ডান থেকে আগত মেহমান আল্লামা শায়েখ আবু ওবায়দা মুহাম্মাদ ওমর খাজির। জুমার নামাজের পর বালিয়া মাদরাসার শিক্ষা উপদেষ্টা শায়খুল হাদীস আল্লামা এমদাদুল হকের সভাপতিত্বে ১০৫ তম সভার বয়ান শুরু হবে। প্রথমে স্থানীয় উলামায়ে কেরামকে সময় দেওয়া হবে। আসরের নামাজের পর বয়ান করবেন শায়খে সেহলা আল্লামা আহমাদ হোসাইন। মাগরিবের নামাজের পর বয়ান করবেন শায়খুল হাদীস আল্লামা মাহবুবুল্লাহ কাসেমী ও দারুল উলূম দেওবন্দের শায়খুল হাদীস আল্লামা শাহ আলম গৌরকপুরী। ইশার নামাজের পর বয়ান করবেন শায়খুল হাদীস আল্লামা মুজিবুর রহমান চাটগামী, আল্লামা মুফতী নুমান কাসেমী, আল্লামা মাহফুজুল হক, আল্লামা আজিজুল হক ইসলামাবাদী ও আল্লামা মঞ্জুরুল ইসলাম আফেন্দি, ঢাকা। শায়খুল হাদীস আল্লামা মুফতী আলী হাসান উসামা রাত ১টায় ও জর্ডানের শায়েখ আবু উবায়দা মুহাম্মদ উমর খাজির রাত ২টায় বয়ান করবেন। আর মুহিউসসুন্নাহ আল্লামা মাহমুদ হাসান শায়খে যাত্রাবাড়ীর বয়ানের সময় অনির্ধারিত। অন্যান্য আমন্ত্রিত উলামায়ে কেরামের বয়ানের সময় মাদরাসা কর্তৃপক্ষ তাৎক্ষণিক নির্ধারণ করবেন বলে জানিয়েছেন বালিয়া মাদরাসার মুহতামিম আল্লামা ওয়াইজ উদ্দিন। তিনি বলেন, প্রাথমিকভাবে এ সময় নির্ধারণ করা হয়েছে।
সার্বিক প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। এ বড়সভাকে কেন্দ্র করে এলাকার ঘরে ঘরে আনন্দ ও উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। বালিয়া বাজার ও স্কুল মাঠে সাজানো হয়েছে বিভিন্ন সামগ্রীর দোকানপাট। এ সভায় প্রতি বছর লাখো ধর্মপ্রাণ মুসল্লীর ঢল নামে। আগত এসব মুসল্লীর নিরাপত্তার লক্ষ্যে থানা পুলিশ কাজ করে থাকে বরাবরই। এ ব্যাপারে জানতে চাইলে ফুলপুর থানার ওসি মাহবুবুর রহমান বলেন, বালিয়া মাদরাসার বড়সভার নিরাপত্তার লক্ষ্যে ইতোমধ্যে পুলিশের বিশেষ টিমকে দায়িত্ব দেওয়া হয়েছে। এছাড়া আয়োজক কমিটির পক্ষ থেকে বিশেষ স্বেচ্ছাসেবক দলও এতে ডিউটি করবেন বলে জানা গেছে। সভায় জিকিরের সাথে দলে দলে যোগদান করার জন্য মাদরাসার শিক্ষা উপদেষ্টা শায়খুল হাদীস আল্লামা এমদাদুল হক, মজলিসে শূরার সহ-সভাপতি আবুল কালাম আজাদ তালুকদার, প্রচার সম্পাদক অধ্যাপক মোহাম্মদ হাবিবুর রহমান ও মুহতামিম মাওলানা ওয়াইজ উদ্দিন সকলকে আহ্বান জানিয়েছেন।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা