মোঃ আব্দুল মান্নান :
ময়মনসিংহ-২ (ফুলপুর-তারাকান্দা) আসনে এবার স্বতন্ত্র প্রার্থী হয়েছেন বিএনপির বহিষ্কৃত নেতা সাবেক এমপি শাহ শহীদ সারোয়ার (ঘোড়া)।
সম্প্রতি একটি বিস্ফোরক মামলার আসামি হিসেবে আদালতে হাজিরা দিতে গেলে তার জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানো হয়।

এদিকে, ১২ ফেব্রুয়ারি ২০২৬ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হয়েছেন তিনি। তার পক্ষে নিয়মিত প্রচারণা চালিয়ে যাচ্ছেন তার ভক্ত নেতাকর্মীরা।
গত কয়েকদিন ধরে উনার বিবি সাহেব, ছেলে ও একমাত্র কন্যা শাহ নাভিলা কাশফীকেও দুয়ারে দুয়ারে লিফলেট বিতরণ করতে দেখা গেছে।
লোকমুখে শোনা যাচ্ছে, শাহ শহীদ সারোয়ারের ব্যাপক জনমত রয়েছে। কারাগার থেকে ছাড়া পেলে এবং ২-৪টা ভাষণ দিতে পারলে বদলে যেতে পারে ভোটের হিসাব।