মোঃ আব্দুল মান্নান :
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬ উদযাপন উপলক্ষে ময়মনসিংহের ফুলপুরে নির্বাচনি আচরণবিধি সম্পর্কে অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২১ জানুয়ারি) বিকাল ৪টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে ওই সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার সাদিয়া ইসলাম সীমা। তিনি বলেন, নির্বাচনকে সুষ্ঠু সুন্দর নিরপেক্ষ ও গ্রহণযোগ্য করতে সরকার বদ্ধপরিকর। এ বিষয়ে যেসব বিধি বিধান রয়েছে তা সংশ্লিষ্ট সবাইকে মেনে চলতে হবে। তিনি বলেন, বেলা ২টা থেকে রাত ৮টা পর্যন্ত মাইকিং করা যাবে। এর আগে বা পরে মাইকিং করা যাবে না।

নির্বাচনি অফিস বানানো যাবে। তবে এসব অফিসে খাওয়া দাওয়ার আয়োজন করা যাবে না। এক পক্ষ আরেক পক্ষের বিরুদ্ধে উস্কানিমূলক বক্তব্য রাখা যাবে না। ফেইসবুকে অপপ্রচার, মিথ্যাচার করা যাবে না। এছাড়া এ সংক্রান্ত আরও বহু বিধি বিধান সম্পর্কে সভায় অবহিত করা হয়। এসময় আরও বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) মোঃ শফিকুল ইসলাম, সহকারী পুলিশ সুপার (ফুলপুর সার্কেল) মোঃ রাকিবুর রহমান, নির্বাচন উপলক্ষে ময়মনসিংহ-২ আসনে দায়িত্বশীল টিম প্রধান মেজর সাইফ, ফুলপুর থানার ওসি মোহাম্মদ রাশেদুল হাসান, উপজেলা নির্বাচন অফিসার বেলাল হোসেন, ময়মনসিংহ-২ (ফুলপুর-তারাকান্দা) আসনে বিএনপি মনোনীত প্রার্থী মোতাহার হোসেন তালুকদার (ধানের শীষ), ১০ দলীয় নির্বাচনি ঐক্য সমঝোতার চূড়ান্ত প্রার্থী বাংলাদেশ খেলাফত মজলিস মনোনীত মুফতী মোহাম্মদুল্লাহ (রিকশা), ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী মুফতী গোলাম মাওলা ভূঁইয়া (হাতপাখা), বিএনপির বহিষ্কৃত নেতা সাবেক এমপি স্বতন্ত্র প্রার্থী শাহ শহীদ সারোয়ার (ঘোড়া)-এর প্রতিনিধি, অধ্যক্ষ এমদাদ খান (লাঙ্গল) -এর প্রতিনিধি, এড. আবু বকর ছিদ্দিক (কলসি), সুপ্রিম পার্টির প্রার্থী জুলহাস উদ্দিন শেখ (এক তারা)-এর প্রতিনিধি, সাংবাদিক হুমায়ুন কবীর মুকুল, নুরুল আমিন, নাজিম উদ্দিন, খলিলুর রহমান, সিদ্দিকুল হাসান, মোঃ আব্দুল মান্নান প্রমুখ।