• বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ০২:৩৮ অপরাহ্ন
শিরোনাম
ফুলপুরে ৪০ দিন জামাতে নামাজ পড়ে পুরস্কার পেলেন ১০ মুসুল্লী ফুলপুরের মাহিন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক পদে নিয়োগ পাওয়ায় বিভিন্ন মহলের পক্ষ থেকে অভিনন্দন ফুলপুরে দাদী ও মা’সহ গুরুতর আহত শিশুকন্যা ইফামনি, সিএনজি চালক আটক ময়মনসিংহের ৭ উপজেলার জন্ম মৃত্যু নিবন্ধন অগ্রগতি বিষয়ে ফুলপুরে পর্যালোচনা সভা এই সীজনেই শীতবস্ত্র বিতরণ করা হবে– হাফেজ মাওলানা মুহিউদ্দিন আবারও বিশ্বসেরা বিজ্ঞানীর তালিকায় ফুলপুরের কৃতি সন্তান মালয়েশিয়ার সানওয়ে বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. সাইদুর রহমান সব ছাড়বো কিন্তু আল্লাহর দীনের ঝান্ডাকে ভূলুণ্ঠিত হতে দেব না— আল্লামা মামুনুল হক ফুলপুরে সাংবাদিক নাজিম উদ্দিনের পিতার জানাজা সম্পন্ন ফুলপুরে সাংবাদিক নাজিম উদ্দিনের বাবা আর নেই জামিয়াতুল হুমাইরা লিল বানাত, ফুলপুর-এর ১৭তম খতমে বুখারী উপলক্ষে দোয়া মাহফিল ৬ জানুয়ারি

ফুলপুরের মাহিন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক পদে নিয়োগ পাওয়ায় বিভিন্ন মহলের পক্ষ থেকে অভিনন্দন

Reporter Name / ৮ Time View
Update : বুধবার, ১৪ জানুয়ারি, ২০২৬

মোঃ আব্দুল মান্নান :

ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রভাষক হিসেবে নিয়োগ পেয়ে যোগদান করলেন ময়মনসিংহের ফুলপুরের কৃতি সন্তান সৈয়দ শোভন মাহবুব (মাহিন)। আজ বুধবার (১৪ জানুয়ারি) সামাজিক যোগাযোগমাধ্যমে এ খবর ছড়িয়ে পড়লে বিভিন্ন মহলের পক্ষ থেকে তাকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হচ্ছে।

মাহিন ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগে প্রভাষক হিসেবে যোগদান করেছেন। জানা যায়, ছাত্র জীবনে অত্যন্ত মেধাবী ও কঠোর পরিশ্রমী ছাত্র ছিলেন মাহিন।

তিনি ফুলপুর পাইলট উচ্চ বিদ্যালয়ের কৃতি ছাত্র ছিলেন। এখান থেকে এসএসসি ও ময়মনসিংহের শহীদ সৈয়দ নজরুল কলেজ থেকে এইচএসসি পাস করেন। প্রত্যেক পরীক্ষায় কৃতিত্বের সঙ্গে উত্তীর্ণ হন। পরবর্তীতে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পদার্থবিজ্ঞানে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করে শিক্ষকতা পেশায় আত্মনিয়োগ করেন।
প্রথমে তিনি ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের ম্যাথমেটিক্স অ্যান্ড ন্যাচারাল সায়েন্স বিভাগের শিক্ষক নির্বাচিত হন। তারপর ইস্ট-ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ে ম্যাথমেটিক্যাল অ্যান্ড ফিজিক্যাল সায়েন্স বিভাগে শিক্ষকতা করেন।
সৈয়দ শোভন মাহবুব (মাহিন)-এর বাবা ফুলপুর পৌরসভার সাহেব রোডের বাসিন্দা নকলা মহিলা কলেজের অবসরপ্রাপ্ত  শিক্ষক সৈয়দ মুজিবুল হক আর মা ফুলপুর মহিলা কলেজের শিক্ষক বেগম শাহিনুরা রাজী।

ছেলের সফলতায় মুগ্ধ হয়ে তাদেরকেও বিভিন্ন জনের পক্ষ থেকে শুভেচ্ছা ও ধন্যবাদ জানানো হচ্ছে।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা