• বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ০৯:২৩ অপরাহ্ন
শিরোনাম
ফুলপুরে ৪০ দিন জামাতে নামাজ পড়ে পুরস্কার পেলেন ১০ মুসুল্লী ফুলপুরের মাহিন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক পদে নিয়োগ পাওয়ায় বিভিন্ন মহলের পক্ষ থেকে অভিনন্দন ফুলপুরে দাদী ও মা’সহ গুরুতর আহত শিশুকন্যা ইফামনি, সিএনজি চালক আটক ময়মনসিংহের ৭ উপজেলার জন্ম মৃত্যু নিবন্ধন অগ্রগতি বিষয়ে ফুলপুরে পর্যালোচনা সভা এই সীজনেই শীতবস্ত্র বিতরণ করা হবে– হাফেজ মাওলানা মুহিউদ্দিন আবারও বিশ্বসেরা বিজ্ঞানীর তালিকায় ফুলপুরের কৃতি সন্তান মালয়েশিয়ার সানওয়ে বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. সাইদুর রহমান সব ছাড়বো কিন্তু আল্লাহর দীনের ঝান্ডাকে ভূলুণ্ঠিত হতে দেব না— আল্লামা মামুনুল হক ফুলপুরে সাংবাদিক নাজিম উদ্দিনের পিতার জানাজা সম্পন্ন ফুলপুরে সাংবাদিক নাজিম উদ্দিনের বাবা আর নেই জামিয়াতুল হুমাইরা লিল বানাত, ফুলপুর-এর ১৭তম খতমে বুখারী উপলক্ষে দোয়া মাহফিল ৬ জানুয়ারি

জামিয়াতুল হুমাইরা লিল বানাত, ফুলপুর-এর ১৭তম খতমে বুখারী উপলক্ষে দোয়া মাহফিল ৬ জানুয়ারি

Reporter Name / ১৭ Time View
Update : রবিবার, ৪ জানুয়ারি, ২০২৬

মোঃ আব্দুল মান্নান :
ময়মনসিংহের ফুলপুর পৌরসভার শেরপুর রোডে অবস্থিত ঐতিহ্যবাহী ক্বওমী মহিলা শিক্ষা প্রতিষ্ঠান ‘জামিয়াতুল হুমাইরা (রা.) লিল বানাত’-এর ১৭তম খতমে বুখারী শরীফ উপলক্ষে বিশেষ দোয়া মাহফিল ৬ জানুয়ারি ২০২৬ সকাল ৮টায় শুরু হবে। চলবে দুপুর ১২টা পর্যন্ত।
এতে সভাপতিত্ব করবেন অত্র জামিয়ার সভাপতি ফুলপুর বাসস্ট্যান্ড জামে মসজিদের ইমাম ও খতীব হাফেজ মাওলানা মুঈন উদ্দীন দামাত বারাকাতুহুম। প্রধান অতিথি হিসেবে বয়ান করবেন ময়মনসিংহ মিফতাহুল উলূম মাদরাসার শায়খুল হাদীস মুফতি আহমাদ আলী।
এসময় স্থানীয় উলামায়ে কেরামসহ আরও ওয়াজ ফরমাবেন- জামিয়া আরাবিয়া আশরাফুল উলূম বালিয়ার সাবেক মুহতামিম পীরে কামেল মাওলানা ফজলুল করিম, আমুয়াকান্দা বাজার জামে মসজিদের ইমাম ও খতীব হাফেজ মাওলানা মেরাজুল হক প্রমুখ।
জানা যায়, অনুষ্ঠানে কালামে পাক তেলাওয়াত, হামদ-না’ত পরিবেশন, ইসলামী সঙ্গীত, তারানা, স্বাগতঃ বক্তব্য, আরবী ও ইংরেজিতে ছাত্রীদের বক্তব্য, কৃতি ছাত্রীদের মাঝে পুরস্কার বিতরণ, শিক্ষা কার্যক্রম বিষয়ে জামিয়া কর্তৃপক্ষের সাথে মতবিনিময়, উলামায়ে কেরামের বয়ান ও মুনাজাত অনুষ্ঠিত হবে।
এ মহতি মাহফিলে যোগদান করে দু’জাহানের কামিয়াবি হাসিল করার জন্য জামিয়ার সভাপতিসহ সম্পাদক হাফেজ মাহমুদ হোসাইন ও মুহতামিম হাফেজ মাওলানা ইয়াহইয়া সকলকে আহ্বান জানিয়েছেন।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা