মোঃ আব্দুল মান্নান :
ময়মনসিংহের ফুলপুর পৌরসভার শেরপুর রোডে অবস্থিত ঐতিহ্যবাহী ক্বওমী মহিলা শিক্ষা প্রতিষ্ঠান ‘জামিয়াতুল হুমাইরা (রা.) লিল বানাত’-এর ১৭তম খতমে বুখারী শরীফ উপলক্ষে বিশেষ দোয়া মাহফিল ৬ জানুয়ারি ২০২৬ সকাল ৮টায় শুরু হবে। চলবে দুপুর ১২টা পর্যন্ত।
এতে সভাপতিত্ব করবেন অত্র জামিয়ার সভাপতি ফুলপুর বাসস্ট্যান্ড জামে মসজিদের ইমাম ও খতীব হাফেজ মাওলানা মুঈন উদ্দীন দামাত বারাকাতুহুম। প্রধান অতিথি হিসেবে বয়ান করবেন ময়মনসিংহ মিফতাহুল উলূম মাদরাসার শায়খুল হাদীস মুফতি আহমাদ আলী।
এসময় স্থানীয় উলামায়ে কেরামসহ আরও ওয়াজ ফরমাবেন- জামিয়া আরাবিয়া আশরাফুল উলূম বালিয়ার সাবেক মুহতামিম পীরে কামেল মাওলানা ফজলুল করিম, আমুয়াকান্দা বাজার জামে মসজিদের ইমাম ও খতীব হাফেজ মাওলানা মেরাজুল হক প্রমুখ।
জানা যায়, অনুষ্ঠানে কালামে পাক তেলাওয়াত, হামদ-না’ত পরিবেশন, ইসলামী সঙ্গীত, তারানা, স্বাগতঃ বক্তব্য, আরবী ও ইংরেজিতে ছাত্রীদের বক্তব্য, কৃতি ছাত্রীদের মাঝে পুরস্কার বিতরণ, শিক্ষা কার্যক্রম বিষয়ে জামিয়া কর্তৃপক্ষের সাথে মতবিনিময়, উলামায়ে কেরামের বয়ান ও মুনাজাত অনুষ্ঠিত হবে।
এ মহতি মাহফিলে যোগদান করে দু’জাহানের কামিয়াবি হাসিল করার জন্য জামিয়ার সভাপতিসহ সম্পাদক হাফেজ মাহমুদ হোসাইন ও মুহতামিম হাফেজ মাওলানা ইয়াহইয়া সকলকে আহ্বান জানিয়েছেন।