মোঃ আব্দুল মান্নান :
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর হাই কমান্ডের নির্দেশ মেনে নিলেন ১৪৭, ময়মনসিংহ-২ (ফুলপুর-তারাকান্দা) আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি সাবেক এমপি ও সাবেক উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এড. আবুল বাসার আকন্দ।
ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির একমাত্র যুগ্ম আহ্বায়ক তারাকান্দা উপজেলার সাবেক চেয়ারম্যান মোতাহার হোসেন তালুকদারকে দল মনোনয়ন দিলেও এর বিরোধিতা করে বহু আন্দোলন সংগ্রাম করেছেন তিনি। কিন্তু অবশেষে চূড়ান্ত পর্যায়ে এসে তিনি মেনে নিলেন দলের সিদ্ধান্ত।
এ ব্যাপারে তিনি তার নিজস্ব ফেসবুক আইডি থেকে একটি স্ট্যাটাস দিয়েছেন। স্ট্যাটাসটি নিচে হুবহু তুলে ধরা হলো-
‘প্রিয় ফুলপুর-তারাকান্দা বাসী, আমার শুভাকাঙ্ক্ষী কর্মীগণ,,,
আসসালামু আলাইকুম।
আপনারা জানেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে আমি আপনাদের দোয়া ও সহযোগিতায় বিএনপি থেকে মনোনয়ন চেয়েছিলাম। কিন্তু অত্যন্ত দুঃখের সাথে জানাচ্ছি যে, দলের হাই কমান্ড আমাকে মনোনয়ন দেয় নাই। আমি এটাকে আল্লাহর ইচ্ছা ধরে নিয়ে মেনে নিয়েছি। আমার প্রিয় কর্মীদের মাঝে অনেকেই অনুরোধ করে ছিলেন স্বতন্ত্র প্রার্থী হয়ে নির্বাচন করার জন্য, কিন্তু আমি আমার দলের হাই কমান্ডের সিদ্বান্তের প্রতি শ্রদ্ধা রেখে দলের প্রতি আনুগত্য স্বীকার করে স্বতন্ত্র প্রার্থী হওয়ার অনুরোধ পরিহার করি, তাই সকল নেতা কর্মীদের অনুরোধ করবো আমরা সকল মান অভিমান ভুলে দলের হাই কমান্ডের প্রতি শ্রদ্ধা রেখে জিয়াউর রহমানের আদর্শকে লালন করে, বি এন পি’কে বুকে ধারণ করবো। আমি অতীতেও আপনাদের সাথে ছিলাম, বর্তমানেও আছি এবং ভবিষ্যতেও থাকব। আমার জন্য সকলে দোয়া করবেন, যেন আমৃত্যু আপনাদের সেবা করে যেতে পারি। আল্লাহ তায়ালা আপনাদের মঙ্গল করুন। আমিন!
শুভেচ্ছান্তে
বীর মুক্তিযোদ্ধা এড. আবুল বাসার আকন্দ,
সাবেক এম.পি (ফুলপুর-তারাকান্দা)
সাবেক চেয়ারম্যান ফুলপুর উপজেলা পরিষদ,
সহ-সভাপতি, বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল, কেন্দ্রীয় কমিটি।’