মোঃ আব্দুল মান্নান :
ঢাকার উত্তরখানের মৈনারটেক জিয়াবাগ এলাকায় অবস্থিত ঐতিহ্যবাহী দারুল কুরআন ইসলামিয়া মাদরাসার পবিত্র কুরআনের হিফজ সম্পন্নকারী ৫০ জন ছাত্রকে পাগড়ি প্রদান করা হয়েছে।
বুধবার (২৪ ডিসেম্বর ২০২৫) দুপুরে মাদরাসা মাঠে আয়োজিত ১৫তম অভিভাবক সম্মেলনে প্রধান মেহমান হিসেবে উপস্থিত থেকে জামিয়া ইসলামিয়া দারুল উলূম মাদানিয়া, দক্ষিণ যাত্রাবাড়ী, ঢাকা-এর নায়েবে মুহতামিম শায়খুল হাদীস আল্লামা আহমাদ ঈসা দামাত বারাকাতুহুম তাদের মাথায় পাগড়ি পরিয়ে দেন।
মাদরাসার প্রতিষ্ঠাতা পরিচালক হাফেজ মাওলানা আব্দুল্লাহ আল মাইমুনের সভাপতিত্বে অনুষ্ঠানে এসময় আরও উপস্থিত ছিলেন ও গুরুত্বপূর্ণ বয়ান করেন—মাটি মসজিদের খতীব হাফেজ মাওলানা আব্দুল্লাহ আল মামুন, সেক্টরের মসজিদে মাগফিরার খতীব আল্লামা জাকির হুসাইন, ইত্তেহাদুল উলামা উত্তরখানের সভাপতি ও মাদরাসায়ে রহিমিয়ার প্রতিষ্ঠাতা পরিচালক মাওলানা আব্দুর রহীম, দক্ষিণখান মাদরাসার মুফতী গিয়াস উদ্দিন আল মাদানী, মুহাম্মদপুর মাদরাসার প্রিন্সিপাল আল্লামা আজিজুল হক প্রমুখ।
এসময় মাদরাসার সকল আসাতিযায়ে কেরাম, শিক্ষার্থীগণ, অভিভাবকবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। সবশেষে দোয়া ও মুনাজাতের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি টানা হয়।