নাজমুল হক :
ময়মনসিংহের তারাকান্দা উপজেলার নতুন ইউএনও আমিনুল ইসলামকে ফুলেল শুভেচ্ছা জানালেন উপজেলা মাধ্যমিক স্কুল ও কলেজ শিক্ষক নেতৃবৃন্দ। মঙ্গলবার (৯ ডিসেম্বর) এ শুভেচ্ছা জানানো হয়।
এতে উপস্থিত ছিলেন, বাংলাদেশে শিক্ষক সমিতির সহসভাপতি মোঃ কামরুল হক, মোঃ সাইফুল ইসলাম তালুকদার, সাধারণ সম্পাদক মোঃ ইবনে কাশেম, বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতি তারাকান্দা শাখার সভাপতি মোঃ রিয়াজুল ইসলাম নাফিজ, সাধারণ সম্পাদক আবু সাঈদ, বাংলাদেশ শিক্ষক সমিতি তারাকান্দা শাখার সহসভাপতি শাহানাজ পারভিন, শিক্ষক কামাল খান, আজিজুল হক, হারুন, আঃ ছালাম, মাহবুবুর রহমান প্রমুখ।

এ সময় আরও উপস্থিত ছিলেন, তারাকান্দা উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক আসাদুল হক মন্ডল।
নতুন ইউএনও আমিনুল ইসলামকে শুভেচ্ছা জানিয়ে দায়িত্বপালনে সহযোগিতা করবেন বলে তারা আশ্বাস প্রদান করেন। এ সময় ইউএনও আমিনুল ইসলাম শিক্ষকদের ভালোবাসায় সিক্ত হয়ে তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং শিক্ষা ও উন্নয়নমূলক কার্যক্রমে সমন্বিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।