মোঃ আব্দুল মান্নান :
ময়মনসিংহের ফুলপুর উপজেলার রূপসী ইউনিয়নের বড়ইকান্দি (ডাক্তার বাড়ী) বুছ্তানুল কোরআন আবাসিক হাফিজিয়া মাদরাসার ৯ হাফেজ ছাত্র পাগড়ী পেয়েছেন। বুধবার (৩ ডিসেম্বর ২০২৫) হাফেজ ছাত্রদের দিস্তারে ফজিলত উপলক্ষে মাদরাসা প্রাঙ্গণে আয়োজিত বার্ষিক ওয়াজ মাহফিলে তাদেরকে পাগড়ী প্রদান করা হয়। পাগড়ী প্রদান করেন জামিয়া গিয়াছ উদ্দিন (রহ.)-এর মুহতামিম শায়খে বালিয়ার খলিফা পীরে কামেল মুফতী আজীমুদ্দীন শাহ জামালী দামাত বারাকাতুহুম।
পাগড়ী প্রাপ্ত হাফেজ ছাত্ররা হলেন- (ছবির ক্রমানুসারে বাম দিক থেকে) ময়মনসিংহের ফুলপুর উপজেলার রূপসী ইউনিয়নের রামকৃষ্ণপুর গ্রামের রুবেল মিয়ার ছেলে হাফেজ সোহাগ মিয়া, একই ইউনিয়নের বড়ইকান্দি গ্রামের শরাফ উদ্দিনের ছেলে হাফেজ শাকিল আহমাদ, আফরোজ উদ্দিনের ছেলে মাজহারুল ইসলাম, তারাকান্দা উপজেলার ঢাকুয়া ইউনিয়নের রুহুল আমিনের ছেলে মাসউদ, ফুলপুর উপজেলার বালিয়া ইউনিয়নের ঘোমগাঁও গ্রামের হযরত আলীর ছেলে সাখাওয়াত হুসাইন, একই গ্রামের আয়ুব আলীর ছেলে সোয়াদ, গোয়াতলা গ্রামের রমজান আলীর ছেলে সাইম, পূর্ব বড়ইকান্দি গ্রামের আব্দুস সালামের ছেলে ইলিয়াস ও রাজদারিকেল গ্রামের আল আমিনের ছেলে জাহাঙ্গীর আলম।
পাগড়ী প্রদানের আগে জামিয়া আরাবিয়া আশরাফুল উলূম বালিয়ার শায়খুল হাদীস আল্লামা এমদাদুল হক দামাত বারাকাতুহুমের সভাপতিত্বে ও অত্র প্রতিষ্ঠানের মুহতামিম হাফেজ মাওলানা আমান উল্লাহর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ময়মনসিংহ-২ (ফুলপুর-তারাকান্দা) আসনে বিএনপি মনোনীত এমপি পদপ্রার্থী ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির একমাত্র যুগ্ম আহ্বায়ক মোতাহার হোসেন তালুকদার। বয়ান করেন, প্রধান বক্তা ময়মনসিংহ-২ (ফুলপুর-তারাকান্দা) আসনে বাংলাদেশ খেলাফত মজলিস মনোনীত এমপি পদপ্রার্থী মুফতি মুহাম্মাদুল্লাহ, বিশেষ বক্তা গৌরদ্বার জামে মসজিদের ইমাম ও খতীব হাফেজ মাওলানা আব্দুস সামাদ আজাদী, বিশেষ আলোচক মাওনা চন্নাপাড়া কেন্দ্রীয় জামে মসজিদের খতীব হাফেজ মাওলানা আব্দুল্লাহ আল ফাহাদ, পুড়াপুটিয়া মা-বাবার দোয়া এতিমখানার মুহতামিম মাওলানা রুহুল আমিন, বালিয়া (মহিলা) মাদরাসার মুহাদ্দিস মাওলানা জাকির হুসাইন, সীড স্টোর উত্তর বাজার বাইতুল জান্নাত জামে মসজিদের ইমাম ও খতীব মাওলানা মাহমুদুল হাসান সাঈফী, উত্তর বাড্ডার মাওলানা আব্দুল আলিম, ঢাকার মুফতি মফিদুল ইসলাম, সাহাপুর খান মেমোরিয়াল এতিমখানা মাদরাসার মুহতামিম হাফেজ মাওলানা মাহমুদুর রহমান মানিক, মাওনা দারুত তাকওয়া মাদরাসার প্রতিষ্ঠাতা মুহতামিম মাওলানা সিরাজুল ইসলাম, ফুলপুর আয়েশা সিদ্দিকা মহিলা মাদরাসার মুহতামিম মুফতি আবু হানিফা, ঢাকা দারুস সালাম হামিদিয়া মাদরাসার মুহতামিম মাওলানা সাখাওয়াত উল্লাহ ও সিংহেশ্বর মানিকজান আদর্শ ক্বওমী মহিলা মাদরাসার মুহতামিম মাওলানা জিয়াউল হাসান জুয়েল। এছাড়াও মাদরাসা পরিচালনা কমিটির সভাপতি আলহাজ্ব ডাঃ রফিক উদ্দিন, ক্যাশিয়ার আলহাজ্ব রিয়াজ উদ্দিন মাস্টার, এলাকাবাসী ও যুবসমাজের সার্বিক সহযোগিতায় অনুষ্ঠিত ওয়াজ মাহফিলে গোদারিয়া মাদরাসার সাবেক মুহতামিম মাওলানা আবুল কাসেম, ফুলপুর উপজেলা বিএনপির সদস্য ৮নং রূপসী ইউনিয়ন বিএনপির সভাপতি পদপ্রার্থী মোঃ সাইফুল ইসলাম শাহ্জাহান এবং স্থানীয় উলামায়ে কেরাম উপস্থিত ছিলেন ও বয়ান করেন। এরও আগে সকাল ৮টা থেকে বেলা ২টা পর্যন্ত মহিলা সভা অনুষ্ঠিত হয়েছে।