• শুক্রবার, ১৯ সেপ্টেম্বর ২০২৫, ০৯:১১ অপরাহ্ন
শিরোনাম
ফুলপুরে মাধ্যমিক শিক্ষকদের সাথে মতবিনিময় করলেন বিএনপির মনোনয়ন প্রত্যাশী ডাঃ এ. কে. এম আমিনুল হক বিশ্ব পরিস্থিতিতে ইসলামের বাস্তব প্রয়োগ দেখতে দেশের শীর্ষ উলামায়ে কেরাম এখন আফগানিস্তানে ময়মনসিংহ-২ আসনে বাংলাদেশ খেলাফত মজলিস মনোনীত এমপি পদপ্রার্থী মুফতী মুহাম্মাদুল্লাহর গণসংযোগ মিনি পার্ক হচ্ছে ফুলপুরে ফুলপুরে কিশোরী সচেতনতা সভা ও কুইজ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ফুলপুরে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ৫০ হাজার টাকা জরিমানা আসন্ন দুর্গোৎসব উদযাপন উপলক্ষে ফুলপুরে প্রস্তুতি সভা ফুলপুরে সীরাতুন্নবী (সা.) শীর্ষক আলোচনা সভা ৩৩ বছর পর জাকসু নির্বাচন, ভিপি জিতু, জিএস মাজহার ডাকসু নির্বাচনে সংবাদ কাভার করতে গিয়ে মৃত শিবলীর পরিবারের পাশে দাঁড়ালো ছাত্র শিবির

ডাকসু নির্বাচনে ১২টি সম্পাদক পদের মধ্যে ভিপিসহ ৯টিতেই জিতেছে ছাত্র শিবির

Reporter Name / ২১ Time View
Update : বুধবার, ১০ সেপ্টেম্বর, ২০২৫

অনলাইন ডেস্ক :

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ বা ডাকসুর নির্বাচনে এবার অভাবনীয় জয় পেয়েছে ইসলামী ছাত্র শিবির সমর্থিত প্যানেল ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট। জুলাই গণ-অভ্যুত্থানের পর ডাকসুর প্রথম এই নির্বাচনে ওই প্যানেলের প্রার্থীরা ভিপি, জিএস, এজিএস এবং ১২টি সম্পাদক পদের নয়টিতেই জয়ী হয়েছেন। শুধু তিনটি সম্পাদক পদে জয় পেয়েছেন স্বতন্ত্র প্রার্থীরা।
ছাত্রশিবিরের নির্বাচিতদের সঙ্গে নিকটতম প্রতিদ্বন্দ্বী হিসেবে ছাত্রদলের প্রার্থীদের ভোটের ব্যবধান অনেক।
ছাত্রশিবির সমর্থিত প্যানেলের সাদিক কায়েম ১৪ হাজার ৪২ ভোট পেয়ে ভিপি নির্বাচিত হয়েছেন।
তার নিকটতম প্রতিদ্বন্দ্বি ছাত্রদল সমর্থিত আবিদুল ইসলাম খান পাঁচ হাজার ৭০৮ ভোট পেয়েছেন। অর্থাৎ নয় হাজারেরও বেশি ভোটে হেরেছেন তিনি।
আর জিএস পদে ১০ হাজার ৭৯৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন শিবির প্যানেলের এস এম ফরহাদ।
তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদল সমর্থিত তানভীর বারী হামীম পাঁচ হাজার ২৮৩ ভোট পেয়েছেন।
এই নির্বাচনে ডাকসু ও হল সংসদের প্রায় বেশিরভাগ পদেই শিবির সমর্থিত প্যানেলের প্রার্থীরা জয়লাভ করেছেন।
আজ বুধবার সকাল সাড়ে আটটায় সিনেট ভবনে ডাকসু ও হল সংসদ নির্বাচনের চূড়ান্ত ফল ঘোষণা করেন প্রধান রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ জসীম উদ্দিন।
জসীম উদ্দিন বলেন, ” আটটি কেন্দ্রে ৮৭৪ টি বুথ তৈরি করেছিলাম, যাতে ভোটাররা নির্বিঘ্নে ভোট দিতে পারেন। আমরা একজন ভোটারের জন্য ১০ মিনিট সময় নির্ধারণ করেছিলাম।”
বাস্তবে ভোটেও শতভাগ ভোট হয় না উল্লেখ করে মি. উদ্দিন বলেন, ” বিভিন্ন কেন্দ্রে খবর নিয়েছিলাম আমি বেলা তিনটার মধ্যেই ভোট গ্রহণ শেষ হয়। উৎসবমুখর পরিবেশে গতকাল ভোট হয়েছিল।”
শিক্ষার্থীরা প্রথমবারের মতো একটা গণতান্ত্রিক মডেল সেট করে দিয়েছে বলেও উল্লেখ করেন তিনি।
এজিএস বা সহ-সাধারণ সম্পাদক পদে শিবির সমর্থিত প্যানেলের মহিউদ্দীন খান ১১ হাজার ৭৭২ ভোট পেয়ে জয়লাভ করেছেন।
তার নিকটতম প্রতিদ্বন্দী ছাত্রদল সমর্থিত তানভীর আল হাদী মায়েদ পাঁচ হাজার ৬৪ ভোট পেয়েছেন।
ভিপি পদে অন্য আলোচিত প্রার্থীদের মধ্যে স্বতন্ত্র ঐক্যজোটের উমামা ফাতেমা পেয়েছেন তিন হাজার ৩৮৯ ভোট।
বৈষম্যবিরোধী শিক্ষার্থী সংসদের ভিপি পদের প্রার্থী আবদুল কাদের এক হাজার ১০৩ ভোট পেয়েছেন।
অন্যদিকে, তিন হাজার ৮৮৪ টি ভোট পেয়েছেন স্বতন্ত্র প্রার্থী শামীম হোসেন।
জিএস পদে যারা আলোচিত ছিলেন তাদের মধ্যে প্রতিরোধ পর্ষদের মেঘমল্লার বসু চার হাজার ৯৪৯ ভোট পেয়েছেন।
বৈষম্যবিরোধী শিক্ষার্থী সংসদের জিএস প্রার্থী আবু বাকের মজুমদার দুই হাজার ১৩১ ভোট পেয়ে পরাজিত হয়েছেন।

* মোহাম্মদ শুভ’র ফেইসবুক আইডি থেকে সংগৃহীত।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা