মো. আব্দুল মান্নান :
ময়মনসিংহ-২ (ফুলপুর-তারাকান্দা) আসনে জাতীয় সংসদ সদস্য পদের জন্য ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী মুফতী গোলাম মাওলা ভূঁইয়ার বিশাল শোডাউন অনুষ্ঠিত হয়েছে।
আজ সোমবার (৮ সেপ্টেম্বর) বিকালে ফুলপুর উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও পৌরসভার বিভিন্ন সড়কে এ শোডাউন অনুষ্ঠিত হয়।
প্রচুর মোটরসাইকেল ও প্রাইভেট কার নিয়ে নেতাকর্মীরা শোডাউনে অংশ নেন। এসময় হাতপাখা হাতে তারা বিভিন্ন স্লোগান দেন। সবশেষে পথসভায় বক্তব্য রাখেন ময়মনসিংহ-২ আসনের জন্য ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী মুফতী গোলাম মাওলা ভূঁইয়া।