মো. আব্দুল মান্নান :
ময়মনসিংহের ফুলপুরে আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস ২০২৫ উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে আজ সোমবার (০৮ সেপ্টেম্বর) দুপুরে এক বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়। র্যালিটি উপজেলা পরিষদ সম্প্রসারিত প্রশাসনিক ভবনের সামনে থেকে শুরু হয়ে নগরীর প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
এরপর উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার সাদিয়া ইসলাম সীমা।
এসময় সাবেক মেয়র ফুলপুর পৌর বিএনপির আহ্বায়ক মো. আমিনুল হক, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রাহাত চৌধুরী, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আমজাদ সরকার, পৌর বিএনপির সদস্য সচিব মাহবুবুর রহমান মোস্তফা, উপজেলা যুবদলের সভাপতি সানোয়ার হোসেন খান প্রমুখ উপস্থিত ছিলেন।