• শনিবার, ২০ সেপ্টেম্বর ২০২৫, ০১:৪২ অপরাহ্ন
শিরোনাম
ফুলপুরে মাধ্যমিক শিক্ষকদের সাথে মতবিনিময় করলেন বিএনপির মনোনয়ন প্রত্যাশী ডাঃ এ. কে. এম আমিনুল হক বিশ্ব পরিস্থিতিতে ইসলামের বাস্তব প্রয়োগ দেখতে দেশের শীর্ষ উলামায়ে কেরাম এখন আফগানিস্তানে ময়মনসিংহ-২ আসনে বাংলাদেশ খেলাফত মজলিস মনোনীত এমপি পদপ্রার্থী মুফতী মুহাম্মাদুল্লাহর গণসংযোগ মিনি পার্ক হচ্ছে ফুলপুরে ফুলপুরে কিশোরী সচেতনতা সভা ও কুইজ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ফুলপুরে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ৫০ হাজার টাকা জরিমানা আসন্ন দুর্গোৎসব উদযাপন উপলক্ষে ফুলপুরে প্রস্তুতি সভা ফুলপুরে সীরাতুন্নবী (সা.) শীর্ষক আলোচনা সভা ৩৩ বছর পর জাকসু নির্বাচন, ভিপি জিতু, জিএস মাজহার ডাকসু নির্বাচনে সংবাদ কাভার করতে গিয়ে মৃত শিবলীর পরিবারের পাশে দাঁড়ালো ছাত্র শিবির

ময়মনসিংহ-২ আসনে সকলের সহযোগিতা চাইলেন খেলাফত মজলিসের প্রার্থী মাওলানা মতিউর রহমান শেখ

Reporter Name / ৪৪ Time View
Update : শনিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৫

মো. আব্দুল মান্নান :
সংবাদ সম্মেলন করে ময়মনসিংহ-২ (ফুলপুর-তারাকান্দা) আসনে জাতীয় সংসদ সদস্য পদপ্রার্থী হিসেবে সকলের দোয়া ও সার্বিক সহযোগিতা চাইলেন খেলাফত মজলিস ফুলপুর উপজেলা শাখার সভাপতি হাফেজ মাওলানা মতিউর রহমান শেখ, বিএসএস (অনার্স); এমএসএস। শনিবার (৬ সেপ্টেম্বর) বাদ যুহর ফুলপুর পৌরসভার মহিলা কলেজ রোডে অবস্থিত সানাই কমিউনিটি সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ সহযোগিতা কামনা করেন।
জানা যায়, সম্প্রতি খেলাফত মজলিস কেন্দ্রীয় কমিটির সভাপতি আল্লামা আব্দুল বাসিত আজাদ ও মহাসচিব ড. আহমেদ আব্দুল কাদের তাকে ময়মনসিংহ-২ আসন থেকে এমপি পদে নির্বাচন করার জন্য মনোনয়ন দিয়েছেন। মনোনয়ন পেয়ে সংবাদ সম্মেলনের মাধ্যমে আজ প্রথম তিনি আনুষ্ঠানিকভাবে নির্বাচন করার ঘোষণা দেন।
মাওলানা মতিউর রহমান শেখ বক্তব্যে তার জন্ম বৃত্তান্ত, পিতামাতার পরিচয়, শৈশব কৈশোর, বেড়ে ওঠা, মাদরাসা ও জেনারেল লাইনে লেখাপড়ার বিবরণ, কর্মজীবন, ব্যবসা বাণিজ্য, রাজনৈতিক জীবনের নানা অজানা তথ্য ও  জনসভামূলক সামাজিক কর্মকাণ্ডের বিবরণ তুলে ধরেন।
জানা যায়, উপজলোর বালিয়া ইউনিয়নের শালিয়া গ্রামে তার জন্ম। বাবা আলহাজ্ব চাঁন মিয়া শেখ ও তার মায়ের নাম মোছাঃ আয়শা খাতুন। ব্যক্তিজীবনে তিনি তিন কন্যা সন্তানের জনক। শালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে তার হাতে খড়ি হয়। এরপর জামিয়া আরাবিয়া আশরাফুল উলূম বালিয়া থেকে হিফজ সম্পন্ন করেন। তারপর ময়মনসিংহ চরপাড়া মোড়ে অবস্থিত জামিয়া ইসলামিয়ায় কিতাবখানায় ভর্তি হন। সেখানে কিছু দিন পড়ার পর ফুলপুর পৌরসভায় জামিয়া মাদানিয়া দারুল উলূম গোদারিয়ায় চলে আসেন। এখান থেকে ২০০৯ সনে দাওরা পাস করেন। এছাড়া ময়মনসিংহ কৃষ্টপুর আলিয়া মাদরাসা থেকে প্রথম বিভাগে দাখিল ও আলিম পাস করে ২০০৮-৯ সেশনে আনন্দ মোহন বিশ্ববিদ্যালয় কলেজে ভর্তি হন। সেখান থেকে ২০১২ সনে অনার্স ও ২০১৩ সনে মাস্টার্স; দুটিতেই প্রথম বিভাগসহ পাস করেন।
এরপর জামিয়া মাদানিয়া দারুল উলূম গোদারিয়া মাদরাসায় তিনি শিক্ষকতা জীবন শুরু করেন। এছাড়া একই সাথে ‘ভাই ভাই এন্টারপ্রাইজ’ নামীয় একটি ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনা করেন। এরপর ২০১৭ সনে তিনি গোদারিয়া গ্রামে জামিয়া সাদিয়া আদর্শ মহিলা মাদরাসা ও শালিয়া গ্রামে মারকাজুত তাহফিজ তালিমুল কুরআন মাদরাসা নামে দুটি মাদরাসা প্রতিষ্ঠা করেন।


হাফেজ মাওলানা মতিউর রহমান শেখ ছাত্র জীবন থেকেই ইসলামী রাজনীতির সাথে জড়িত ছিলেন। খেলাফত মজলিসের সক্রিয় কর্মী ছিলেন। পরবর্তীতে ছাত্র ও যুব মজলিসে দায়িত্ব পালন করে বর্তমানে তিনি ফুলপুর উপজেলা খেলাফত মজলিসের সভাপতি ও ময়মনসিংহ মহানগর খেলাফত মজলিসের নির্বাহী সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন।
মাওলানা মতিউর রহমান শেখ জানান, তিনি নিজ জন্মভূমি ফুলপুর ও তারাকান্দার সামাজিক ও ধর্মীয় কাজের উন্নয়নে অনন্য অবদান ও স্বাক্ষর রেখে চলেছেন। মসজিদ, মাদরাসা, স্কুল, রাস্তাঘাট, সামাজিক কর্মকাণ্ড, আর্ত পীড়িত ও দুস্থ মানবতার সেবায় তিনি নিবেদিত প্রাণ হয়ে কাজ করে যাচ্ছেন। এসময় সাংবাদিকরা তাকে বিভিন্ন প্রশ্ন করলেও প্রতিটি প্রশ্নের তিনি সন্তোষজনক উত্তর দিতে পেরেছেন। পরে সাংবাদিকরা বলেন, আপনি এগিয়ে যান। কেন্দ্রীয় নেতৃবৃন্দ আসলে আমাদের জানাবেন। আমরা আপনার ভালো কাজগুলো প্রচারে সহযোগিতা করবো।
এসময় ময়মনসিংহ মহানগর খেলাফত মজলিসের সাধারণ সম্পাদক মুফতী জুবায়ের আহমাদ, ফুলপুর খেলাফত মজলিসের সাধারণ সম্পাদক মাওলানা আতাউর রহমান, তারাকান্দা খেলাফত মজলিসের সাধারণ সম্পাদক মাওলানা আরিফ রব্বানী, সিনিয়র সাংবাদিক হুমায়ুন কবীর মুকুল, নূরুল আমিন, নাজিম উদ্দিন, খলিলুর রহমান, সিদ্দিকুল হাসান, মফিজুল ইসলাম অলী, ক্বারী সুলতান আহমদ, মোস্তফা খান, শাহ নাফিউল্লাহ সৈকত, মিজানুর রহমান আকন্দ, নাজমুল হাসান রাজন, সেকান্দর আলী, মো. আব্দুল মান্নান, সেলিম রানা, কামরুল ইসলাম খান, ইমন প্রমুখ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা