মোঃ আব্দুল মান্নান :
ময়মনসিংহের ফুলপুরে উপজেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেলেন রুবেল মিয়া। ২১ জানুয়ারি বাংলাদেশ জাতীয় ছাত্রদলের বার্তা সম্পাদক (সহসভাপতি পদ মর্যাদা) মোঃ জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ খবর জানানো হয়।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে- বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সিদ্ধান্ত মোতাবেক সংগঠনের গতিশীলতা ও ধারাবাহিকতা অব্যাহত রাখার স্বার্থে ময়মনসিংহ উত্তর জেলা শাখার অধীনস্থ ফুলপুর উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক রুবেল মিয়াকে ভারপ্রাপ্ত আহ্বায়ক হিসেবে দায়িত্ব প্রদান করা হয়েছে।

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির ২১ জানুয়ারি ২০২৬ এই সিদ্ধান্ত অনুমোদন করেন।
এ খবর পাওয়ার বিভিন্ন মহলের পক্ষ থেকে রুবেল মিয়াকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হচ্ছে।